
কার্টন দিয়ে ঢেকে পাচারের চেষ্টা, ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী জব্দ; আটক ১
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে কার্টন দিয়ে ঢেকে পাচারের চেষ্টা করা ৭৩ লক্ষাধিক টাকার অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় প্রসাধনীসহ একটি ট্রাক জব্দ ও এক ব্যক্তি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে সদর উপজেলার তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আটক লালন মিয়া (২৮) মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা।
ট্রাক থেকে Skinbrite, Skinshine, Elosone-HT, Derobin, Melnor, Clop-G, Patanjali Aloe Vera সহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।
এঘটনায় The Special Powers Act-এ মামলা রুজু করা হয়েছে।