
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করণে স্থায়ী বাজেট বরাদ্দের দাবিতে মতবিনিময় ও স্মারক লিপি প্রধান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ই আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা এস এন ইউ এস এর আয়োজনে সংগঠনের নির্বাহী পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ।
সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা এস এন ইউ এস এর সহ-সভাপতি জনাব হাসিনা পারভিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ইউপি সচিব নাসিমা আক্তার, ইউপি সদস্য আবু হাসান, ইউপি সদস্য নূর মোহাম্মদ বাচা মোল্লা, ইউপি সদস্য আব্দুল জলিল, দেবাশীষ ঘোষ, রহমত আলী, ইউপি সদস্যা জাহানারা খাতুন, প্রমিলা রানী মন্ডল ও মেহেরুন্নেসা প্রমুখ। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা (এস এন ইউ এস) এর পক্ষে আরো উপস্থিত ছিলেন জাফর সাদিক, রুবিয়া খাতুন, আসমা খাতুন প্রমুখ। ইউনিয়ন পরিষদ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক সাতক্ষীরা এর নিকট স্মারকলিপি প্রদান করা হবে বরে জানানো হয়। এছাড়াও উক্ত ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সকল সুযোগ সুবিধা ফ্রি করে দেয়া হয়েছে।
এসময়ে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন ইউনিয়নে দুইটি স্থায়ী সাইক্লোন সেন্টার রয়েছে। এবং অস্থায়ী রয়েছে নয়টি, সাইক্লোন সেন্টার গুলোতে ২৫-২৬ অর্থবছরে হুইলচেয়ার এবং ঢালুচুড়ি নিশ্চিত করার অঙ্গীকার করছি। দুর্যোগ কালীন সময়ে প্রতিবন্ধী ব্যক্তির জন্য আলাদা দুটি রুম নারী-পুরুষ বসতে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি। আমি তাদের সংগঠন করার জন্য প্রথমে উদ্যোগ গ্রহন করেছিলাম।