
সিএমপি’র চাঁন্দগাও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় রেল গেইট (মোহরা) হতে মেসকারঘাটা পর্যন্ত এলাকায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয়ের নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। উক্ত রেল গেইট এলাকায় দীর্ঘদিন যাবৎ মেট্রো এলাকায় চলাচল নিষিদ্ধ (মেট্রো রুট পারমিট বিহীন) সিএনজি এবং অটোরিক্সা রাস্তার উভয় পাশে রেখে বিশৃঙ্খল ভাবে চলাচল করে সড়কে প্রচন্ড যানজট সৃষ্টি করে আসছে। জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্স, সাধারন যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে দীর্ঘসময় উক্ত স্হানে যানজটে আটকে থাকতে হয়। সেই সাথে উক্ত এলাকায় সাধারণ যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহার করা নিত্য নৈমিত্তিক ঘটনা। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাপ্তাই রাস্তার মাথায় অবৈধ সিএনজি ও অটোরিকশা বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৫টি যানবাহন আটক ও মামলা প্রদান করা হয়। এতে স্হানীয় এলাকাবাসী ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ) মহোদয় জানান স্হানীয় এলাকাবাসী ও যাত্রী সাধারনের সুবিধার জন্য এরূপ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গত ১১ জুলাই একই স্থানে অভিযান চালিয়ে ৭০(সত্তর)টি অবৈধ যানবাহন আটক করা হয়।