ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ায় বাজারে মরিচ বিক্রি করতে গিয়ে কৃষকের মৃত্যু Logo মাধবদী কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় ০৭ জন ডাকাতকে গ্রেফতারসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ Logo বিজয়া দশমী অনুষ্ঠানে পুলিশ সুপার Logo হরিপুরের আতিকুর রহমান আতিক মানবতার সেবায় নিবেদিত Logo শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে পুলিশ সুপার, সিরাজগঞ্জ এর পূজামন্ডপ পরিদর্শন। Logo টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শোকবার্তা Logo ঠাকুরগাঁও রাণীশংকৈলে ধর্মগড় ধুমপুকুর পূজা মণ্ডপ পরিদর্শন  Logo বাউফলে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার Logo জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত বিশ্বকে বাড়তি অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসতে হবে।- পরিবেশ উপদেষ্টা

প্রচার কার্যক্রমকে ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে — তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা 

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রচার কার্যক্রমকে ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বুধবার (১৩ই আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, তথ্য অধিদফতর এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রের নীতি, কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ ও সাফল্য প্রচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে।
জনসংযোগ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে তিনি বলেন, জনসংযোগ কর্মকর্তারা তাঁদের স্ব স্ব মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছেন। কোনো মন্ত্রণালয় থেকে জনসংযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে না। এটি ইতিবাচক দিক।

প্রচার কার্যক্রমের পরিধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম গণমাধ্যমে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দৃশ্যমান করতে হবে। মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি এবং প্রচারের উদ্যোগ গ্রহণে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
মাহবুবা ফারজানা বলেন, সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত জনগণের নিকট দ্রুত পৌঁছাতে হবে। পাশাপাশি স্ব স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে।

গুজব ও অপতথ্যের ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রচারের ক্ষেত্রে সমন্বয়-সাধন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান তথ্য অফিসারের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও জনসংযোগ কর্মকর্তাদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

জনসংযোগ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উপদেষ্টাগণের কার্যক্রম প্রচারের পাশাপাশি আপনারা মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রচারের উদ্যোগ নেবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনের সময় মন্ত্রণালয় কাজ করবে। নির্বাচন-সংশ্লিষ্ট বিষয়সমূহ নিরপেক্ষতার সঙ্গে প্রচার করতে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, রাজনৈতিক সরকারের প্রচারের প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের প্রচারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্য অধিদফতর ও মন্ত্রণালয়ে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তাবৃন্দ কাজ করছে। সরকারের কার্যক্রম জনগণের নিকট দৃশ্যমান করতে তিনি তথ্য অধিদফতরের কর্মকর্তাসহ জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তথ্য অধিদফতর আয়োজিত এই আলোচনা ও মতবিনিময় সভায় কয়েকজন জনসংযোগ কর্মকর্তা প্রচার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সীমাবদ্ধতাসমূহ সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় ও আলোচনা সভায় তথ্য অধিদফতরের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাজারে মরিচ বিক্রি করতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রচার কার্যক্রমকে ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে — তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা 

আপডেট সময় ১২:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

আলী আহসান রবি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রচার কার্যক্রমকে ফলপ্রসূ করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বুধবার (১৩ই আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, তথ্য অধিদফতর এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রের নীতি, কার্যক্রম, উন্নয়ন উদ্যোগ ও সাফল্য প্রচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে।
জনসংযোগ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে তিনি বলেন, জনসংযোগ কর্মকর্তারা তাঁদের স্ব স্ব মন্ত্রণালয়ের প্রচার কার্যক্রম নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছেন। কোনো মন্ত্রণালয় থেকে জনসংযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে না। এটি ইতিবাচক দিক।

প্রচার কার্যক্রমের পরিধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম গণমাধ্যমে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দৃশ্যমান করতে হবে। মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও তৈরি এবং প্রচারের উদ্যোগ গ্রহণে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
মাহবুবা ফারজানা বলেন, সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত জনগণের নিকট দ্রুত পৌঁছাতে হবে। পাশাপাশি স্ব স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনগুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে হবে।

গুজব ও অপতথ্যের ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রচারের ক্ষেত্রে সমন্বয়-সাধন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান তথ্য অফিসারের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এর পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও জনসংযোগ কর্মকর্তাদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

জনসংযোগ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উপদেষ্টাগণের কার্যক্রম প্রচারের পাশাপাশি আপনারা মন্ত্রণালয়ের জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রচারের উদ্যোগ নেবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনের সময় মন্ত্রণালয় কাজ করবে। নির্বাচন-সংশ্লিষ্ট বিষয়সমূহ নিরপেক্ষতার সঙ্গে প্রচার করতে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, রাজনৈতিক সরকারের প্রচারের প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের প্রচারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্য অধিদফতর ও মন্ত্রণালয়ে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তাবৃন্দ কাজ করছে। সরকারের কার্যক্রম জনগণের নিকট দৃশ্যমান করতে তিনি তথ্য অধিদফতরের কর্মকর্তাসহ জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তথ্য অধিদফতর আয়োজিত এই আলোচনা ও মতবিনিময় সভায় কয়েকজন জনসংযোগ কর্মকর্তা প্রচার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সীমাবদ্ধতাসমূহ সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় ও আলোচনা সভায় তথ্য অধিদফতরের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।