
আজ ১৪ আগস্ট ২০২৫ খ্রিঃ দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব “শুভ জন্মাষ্টমী” উদযাপন উপলক্ষে সিএমপি কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়।
এ সময় তিনি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের কে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও তিনি নিরাপত্তা ডিউটি সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুুজ্জামান আকতার; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।