
নিজস্ব প্রতিবেদক: অনলাইনে জিডি করতে চাইলে প্রথমে অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ চালু করলে নিবন্ধন ও লগইন অপশন দেখা যাবে। প্রথমবার ব্যবহারকারীদের নতুন নিবন্ধন অপশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে তথ্য যাচাই করতে হবে। যাচাই সম্পন্ন হলে এনআইডির তথ্য প্রদর্শিত হবে এবং লাইভ ছবি তুলতে হবে, যা এনআইডির ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপে লগইন করতে হবে। প্রথমবার লগইন করলে বর্তমান ঠিকানা আপডেটের সুযোগ থাকবে। এনআইডির স্বাক্ষর অনুসারে স্ক্রিনে আঙুল বা স্টাইলাস দিয়ে ডিজিটাল স্বাক্ষর দিতে হবে। পাশাপাশি মোবাইল অপারেটর ও ইমেইল তথ্য যুক্ত করতে হবে। মোবাইল নম্বর যাচাইয়ের জন্য একটি ওটিপি (OTP) কোড পাঠানো হবে, যা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।
লগইনের পর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো সময় জিডি করা যাবে। হারানো (Lost) অপশনে যানবাহন, মোবাইল, কম্পিউটার, নথি, কার্ড, গয়না ইত্যাদি বিষয়ে জিডি করার সুযোগ রয়েছে। ডকুমেন্ট ক্যাটাগরিতে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, পাসপোর্ট, শিক্ষার্থী আইডি, অফিস আইডি, ব্যাংকিং কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজ, কুরিয়ার ডকুমেন্ট, নম্বরপত্র, চেক বই, জমির দলিল, ভিসা, সঞ্চয়পত্রসহ মোট ৬৯ ধরনের নথি হারানোর জন্য জিডি করা যাবে। এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে চাবি, পশুপাখি, ব্যাগ, ঘড়ি, টাকা হারানোর বিষয়েও জিডি করা যাবে।