
মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার বালিজুরী গ্রামের নবী হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বালিজুরী বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে তাহিরপুর থানার মামলা নং-১১, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৪, ধারা ১৫(৩)/২৫উ ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ. ১৯৭৪-এর অধীনে মামলা চলমান রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।