ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে মাটিয়ারবন্দ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ, সংখ্যায় গরমিল Logo অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট অভিযান Logo পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, জুন-২০২৫ এর ৩য় দিন সম্পন্ন ভোলা জেলা পুলিশের Logo মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল Logo কুড়িগ্রামের ৪ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা জব্দসহ মাদক কারবারি গ্রেফতার Logo গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ,জুন – ২০২৫ তৃতীয় দিন সম্পন্ন Logo মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ ব্রিফিং Logo মানবতা ও সাহসিকতার জন্য মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা Logo বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা ড. রফিকুল ইসলাম হিলালী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

শাকিব আহমেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হলো মঙ্গলবার (১৯ আগস্ট)। কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আসন্ন জেলা বিএনপি’র সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

আগামী ৩০ আগস্ট নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপি’র সম্মেলন। এই সম্মেলনে ১৫টি ইউনিটের ১,৫১৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ড. রফিকুল ইসলাম হিলালী ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে মাঠে রাজনীতি করেছেন। ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু দলীয় কর্মকাণ্ডই নয়, মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ড. হিলালী বলেন, “রাজনীতিতে আসার পর থেকে দীর্ঘ লড়াই-সংগ্রাম, কারাবরণ, জেল-জুলুম সবই সহ্য করেছি। মানুষের অধিকার আদায়ের আন্দোলনেই আমার জীবন উৎসর্গ করেছি। আমি চাই একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ, যেখানে জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পেলে নেত্রকোনার রাজনীতিকে আরও শক্তিশালী করব। গণমানুষের পাশে থাকব। সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর, তাই আজ তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আমি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছি।”
ড. হিলালী শুধু রাজনীতিক নন, তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত। দীর্ঘদিন জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে নেত্রকোনায় সংগঠনের ভেতরে ঐক্য ধরে রেখেছেন। প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি কর্মীদের সাথে সরাসরি মাঠে ছিলেন। তাঁর নেতৃত্বে জেলা বিএনপি সংগঠন নতুন কর্মী অর্জন করেছে, পুরোনোদের ঐক্যবদ্ধ করেছে।

ড. রফিকুল ইসলাম হিলালী শিক্ষাজীবন থেকেই মেধা ও যোগ্যতায় পরিচিত ছিলেন। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এই নেতা সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের চিকিৎসা সহায়তা করা, শিক্ষা খাতে অবদান রাখা তাঁর অন্যতম বৈশিষ্ট্য। এ কারণে নেত্রকোনার সাধারণ মানুষ তাঁকে শুধু রাজনীতিক নয়, একজন সমাজহিতৈষী হিসেবেও চেনে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ড. হিলালীর রাজনৈতিক ভূমিকা, ত্যাগ-তিতিক্ষা ও সংগঠনের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। তারা বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে যদি তিনি নির্বাচিত হন তবে নেত্রকোনার রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হবে।

সভায় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সাংবাদিক রাখাল বিশ্বাস, সাংবাদিক কোহিনুর আলম, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সালাম, সহ-সভাপতি লুৎফুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক কায়সার তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, শাকিব আহমেদ, সালমান আহম্মেদসহ নবীন-প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে মাটিয়ারবন্দ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ, সংখ্যায় গরমিল

কেন্দুয়া প্রেসক্লাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা ড. রফিকুল ইসলাম হিলালী

আপডেট সময় ০১:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

শাকিব আহমেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হলো মঙ্গলবার (১৯ আগস্ট)। কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আসন্ন জেলা বিএনপি’র সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

আগামী ৩০ আগস্ট নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপি’র সম্মেলন। এই সম্মেলনে ১৫টি ইউনিটের ১,৫১৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ড. রফিকুল ইসলাম হিলালী ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে মাঠে রাজনীতি করেছেন। ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু দলীয় কর্মকাণ্ডই নয়, মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ড. হিলালী বলেন, “রাজনীতিতে আসার পর থেকে দীর্ঘ লড়াই-সংগ্রাম, কারাবরণ, জেল-জুলুম সবই সহ্য করেছি। মানুষের অধিকার আদায়ের আন্দোলনেই আমার জীবন উৎসর্গ করেছি। আমি চাই একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ, যেখানে জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পেলে নেত্রকোনার রাজনীতিকে আরও শক্তিশালী করব। গণমানুষের পাশে থাকব। সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর, তাই আজ তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে আমি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছি।”
ড. হিলালী শুধু রাজনীতিক নন, তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত। দীর্ঘদিন জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে নেত্রকোনায় সংগঠনের ভেতরে ঐক্য ধরে রেখেছেন। প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি কর্মীদের সাথে সরাসরি মাঠে ছিলেন। তাঁর নেতৃত্বে জেলা বিএনপি সংগঠন নতুন কর্মী অর্জন করেছে, পুরোনোদের ঐক্যবদ্ধ করেছে।

ড. রফিকুল ইসলাম হিলালী শিক্ষাজীবন থেকেই মেধা ও যোগ্যতায় পরিচিত ছিলেন। চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এই নেতা সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের চিকিৎসা সহায়তা করা, শিক্ষা খাতে অবদান রাখা তাঁর অন্যতম বৈশিষ্ট্য। এ কারণে নেত্রকোনার সাধারণ মানুষ তাঁকে শুধু রাজনীতিক নয়, একজন সমাজহিতৈষী হিসেবেও চেনে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ড. হিলালীর রাজনৈতিক ভূমিকা, ত্যাগ-তিতিক্ষা ও সংগঠনের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। তারা বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে যদি তিনি নির্বাচিত হন তবে নেত্রকোনার রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হবে।

সভায় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, সাংবাদিক রাখাল বিশ্বাস, সাংবাদিক কোহিনুর আলম, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সালাম, সহ-সভাপতি লুৎফুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক কায়সার তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, শাকিব আহমেদ, সালমান আহম্মেদসহ নবীন-প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।