
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জমি জমার বিরোধকে কেন্দ্র করে মোঃ নজরুল মাতব্বর (৪৫) নামে এক আইসক্রীম বিক্রেতাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নজরুল মাতব্বরের আপন ২ ভাই মোঃ আবু তাহের (৩৫) ও মোফাজ্জল মাতব্বর (৪১) মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতন চালায়। গত মঙ্গলবার সকাল আটটায় কালাইয়া ইউনিয়নের কর্পুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল মাতব্বরের বাবার নাম মোঃ সিদ্দিক মাতবর।
স্থানীয় সূত্রে জানা যায় , দীর্ঘদিন থেকে নিজেদের মধ্যে জমি জমা নিয়ে সালিস মীমাংসা চলে আসছিল। গত কয়েকদিন আগে সালিশরা নজরুলকে জমিতে বীজ রোপন করতে বলায় নজরুল জমিতে বীজ রোপন করতে গেলে অপর দুই ভাই নজরুলকে গাছের সাথে বেঁধে মারধর করে। স্থানীয় জনগন খবর দিলে পুলিশ এসে নজরুলকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, অভিযোগ পেয়েছি। ২ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞেসাবাদ চলছে।