
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ২০, ২১ ও ২২ আগস্ট ২০২৫ তারিখ অনুষ্ঠিত হবে। উক্ত নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষ ও দূর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষে এবং সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নিয়োগ ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সদের পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অদ্য ১৯ আগস্ট ২০২৫ দুপুর ৩.০০ ঘটিকায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), চুয়াডাঙ্গা। পুলিশ সুপার মহোদয় নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
উক্ত ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, জনাব মোঃ ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়াসহ নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ।