
নিজস্ব প্রতিবেদক: আজ গাইবান্ধা জেলায় ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ, জুন-২০২৫ এর ৩য় দিনের কার্যক্রম (শারীরিক সক্ষমতা যাচাই পুরুষ-১৬০০ মিটার ও নারী-১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ-ক্লাইম্বিং) পরীক্ষা সম্পন্ন হয়।
“সেবার¬ ব্রতে চাকরি” এই স্লোগানে অদ্য ১৯ আগষ্ট ২০২৫ খ্রিঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দিনের বাছাইকৃত প্রার্থীদের সকাল ০৮.০০ ঘটিকা হতে গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর পুরুষ-১৬০০ মিটার ও নারী-১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ-ক্লাইম্বিং পরীক্ষা সম্পন্ন হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় ফেস ডিটেকশনের মাধ্যমে প্রার্থীকে যাচাই করার লক্ষ্যে তৃতীয় দিন সকল ইভেন্টে উত্তীর্ণ প্রর্থীদের রিয়েল টাইম ছবি ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে সংগ্রহ করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক সরবরাহকৃত সফটওয়্যার এ আপলোড ও তথ্য আলাদাভাবে সংরক্ষণ করা হয়।
উক্ত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব নিশাত এ্যঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।