
মণিরামপুর থানা পুলিশ কর্তৃক পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামাল হোসেন, এসআই/ মোহাম্মদ মাসুম, সংগীয় ফোর্সসহ গ্রেফতার অভিযান পরিচালনাকালে মণিরামপুর থানার মামলা নং -৩১, তাং- ৩১/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩ /৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী মনিবুর রহমান সবুজ (৩৬) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে মামলায় হত্যা কাজে ব্যবহৃত ০১টি রক্ত মাখা স্টিলের ফোল্ডিং ধাঁরালো চাকু যার বাট স্টিল ও কাঠ যুক্ত যাহা ফোল্ডিং অবস্থায় লম্বা ৩.৫ ইঞ্চি খোলা অবস্থায় লম্বা ৬.৫ ইঞ্চি চাকুর মাথার দু’পাশে ধাঁরালো এবং গোড়ার একপাশে খাঁচ কাটা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ইং ০২/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীর নাম ও ঠিকানাঃ
১। মনিবুর রহমান সবুজ (৩৬)
পিতা- গণি মোসলেম উদ্দিন
মাতা- আনোয়ারা বেগম
সাং- ইছানী
থানা- মণিরামপুর
জেলা- যশোর।
উদ্ধারঃ
১। ০১টি রক্ত মাখা স্টিলের ফোল্ডিং ধাঁরালো চাকু যার বাট স্টিল ও কাঠ যুক্ত যাহা ফোল্ডিং অবস্থায় লম্বা ৩.৫ ইঞ্চি খোলা অবস্থায় লম্বা ৬.৫ ইঞ্চি চাকুর মাথার দু’পাশে ধাঁরালো এবং গোড়ার একপাশে খাঁচ কাটা।