ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন Logo বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর প্রধান কার্যালয়ে ‘বিসিএসআইআর-এর গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা  Logo আইসিসি সুবিচার করেনি, আসিফ নজরুল Logo আজ থেকে দেশের ৪১৯ টি উপজেলায়  অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে Logo বিডা’র রেমিট্যান্স অনুমোদন সেবা এখন পুরোপুরি অনলাইনে Logo মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন  Logo অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: পল্টন, যাত্রাবাড়ী, বনানী, বংশাল, কলাবাগান, রূপনগর ও মুগদা থানা কর্তৃক ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭ (সাতান্ন) জন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদিত হয়েছে Logo দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
ফরিদপুরে জনসভায় উপদেষ্টা বললেন, ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও; হ্যাঁ ভোটেই রাষ্ট্র সংস্কার ও দেশের ভবিষ্যৎ গড়ে ওঠবে।

গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। সরকারের রয়েছে জাতীয় পর্যায়ে, প্রশাসনের স্থানীয় পর্যায়ে। সবচাইতে বড় কথা রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত; ভোটারেরা প্রস্তুত। সবাই প্রস্তুত থাকার পরও  যখন কানে কানে এসে কেউ জিজ্ঞেস করে, নির্বাচন কি হবে?–তখন বুঝতে হবে এরা গত ১৬ বছরের প্রেতাত্মা।

আজ ফরিদপুরে অম্বিকা অডিটোরিয়াম প্রাঙ্গনে  ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা ভোটের ব্যাপারে জনমনে উৎসাহের কথা জানিয়ে বলেন, এই পর্যন্ত যে পাঁচটা জেলায় আমি গিয়েছি, সব জেলাতেই মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ দেখেছি। তার একটা বড় কারণ হচ্ছে সরকার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। আরেকটা অনেক বড় কারণ হচ্ছে, রাজনৈতিক দলগুলো ভোটের পক্ষে  জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই।

উপদেষ্টা আরো বলেন, আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন ভবিষ্যতের বাংলাদেশ আর বিগত ৫৪ বছরের বাংলাদেশের একটা সংযোগ আমাদেরকে স্থাপন করতে হবে এবং সেই সংযোগটা করতে হবে এত বছরের জঞ্জাল পরিষ্কার করে। ঐক্য, শান্তি ও সমৃদ্ধির পথে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই সব কিছুর জন্যই গণভোটে হ্যাঁ-তে মত দিতে হবে।

১২ তারিখে দুইটা ভোট দিতে হবে। একটাতে আপনার এলাকার যোগ্য সংসদ সদস্য নির্বাচন করবেন।  মনে রাখতে হবে, ভোট শুধু অধিকার নয়, ভোট মানে দায়িত্বও। আর এবারের গণভোট মানে দেশের পদ্ধতি বদলের সুযোগ। শুধু ব্যক্তি বদলালে দেশ বদলায় না। পদ্ধতি বদলাতে হবে যাতে যে কেউ ক্ষমতায় আসুক, সে যেন দানব হয়ে উঠতে না পারে।  কিছু কিছু পরিবর্তন সংবিধানে আনতে হবে যাতে সংবিধানের ‘জনগণই সকল ক্ষমতার উৎস’–কথাটি স্বার্থক হয়।

বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ তাঁর বক্তৃতায় বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার মাধ্যমে এই রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তন এবং সংস্কার আনতে পারেন আপনারাই। অন্তবর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে, জাতীয় ঐক্যমত গঠনের চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে। এবার  সংস্কার প্রস্তাবগুলোতে আপনাদের মতামতের জন্য গণভোটের আয়োজন করেছে। নির্বাচিত সরকারকে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এখন দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তাঁর বক্তৃতায় বলেন, এবারের গণভোটের বিষয়গুলো সুষ্ঠুভাবে আপনাদের জানানোর জন্য প্রত্যেকটি বিভাগে প্রতিটি জেলায় আমরা প্রচারণা চালাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলের জন্য আমরা পৃথক ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন, গতকাল আমাদের মাঝে উপদেষ্টা মহোদয় উদ্বোধন করেছেন ভোটের রিক্সা। ৪৯৫টি উপজেলায় এবং ৪৫০০টি ইউনিয়নে আমরা ভোটের রিক্সা চালু করছি। এগুলোর মাধ্যমে রাস্তায় রাস্তায় মানুষকে বোঝানো হবে যে, পরিবর্তনের জন্য আমাদের হ্যাঁ বলতে হবে। ‘হ্যাঁ’ বলার কোনো বিকল্প নেই, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে, আমরা আমাদের প্রায় ১৬শ সন্তান এবং নাগরিকের রক্তের উপর দাঁড়িয়ে আছি। আপনাদের আপনাদের কাছে দায়িত্ব দিয়ে আমরা আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার  সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির জেলা প্রতিনিধিবৃন্দ।

এর আগে উপদেষ্টা গণভোট ও নির্বাচনে উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত এক বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন। রালি শেষে ভোটের গাড়ির স্ক্রিনে প্রধান উপদেষ্টার গণভোট বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন

ফরিদপুরে জনসভায় উপদেষ্টা বললেন, ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও; হ্যাঁ ভোটেই রাষ্ট্র সংস্কার ও দেশের ভবিষ্যৎ গড়ে ওঠবে।

গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৭:০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। সরকারের রয়েছে জাতীয় পর্যায়ে, প্রশাসনের স্থানীয় পর্যায়ে। সবচাইতে বড় কথা রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত; ভোটারেরা প্রস্তুত। সবাই প্রস্তুত থাকার পরও  যখন কানে কানে এসে কেউ জিজ্ঞেস করে, নির্বাচন কি হবে?–তখন বুঝতে হবে এরা গত ১৬ বছরের প্রেতাত্মা।

আজ ফরিদপুরে অম্বিকা অডিটোরিয়াম প্রাঙ্গনে  ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা ভোটের ব্যাপারে জনমনে উৎসাহের কথা জানিয়ে বলেন, এই পর্যন্ত যে পাঁচটা জেলায় আমি গিয়েছি, সব জেলাতেই মানুষের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক আগ্রহ দেখেছি। তার একটা বড় কারণ হচ্ছে সরকার নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। আরেকটা অনেক বড় কারণ হচ্ছে, রাজনৈতিক দলগুলো ভোটের পক্ষে  জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে। সেজন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই।

উপদেষ্টা আরো বলেন, আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন ভবিষ্যতের বাংলাদেশ আর বিগত ৫৪ বছরের বাংলাদেশের একটা সংযোগ আমাদেরকে স্থাপন করতে হবে এবং সেই সংযোগটা করতে হবে এত বছরের জঞ্জাল পরিষ্কার করে। ঐক্য, শান্তি ও সমৃদ্ধির পথে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই সব কিছুর জন্যই গণভোটে হ্যাঁ-তে মত দিতে হবে।

১২ তারিখে দুইটা ভোট দিতে হবে। একটাতে আপনার এলাকার যোগ্য সংসদ সদস্য নির্বাচন করবেন।  মনে রাখতে হবে, ভোট শুধু অধিকার নয়, ভোট মানে দায়িত্বও। আর এবারের গণভোট মানে দেশের পদ্ধতি বদলের সুযোগ। শুধু ব্যক্তি বদলালে দেশ বদলায় না। পদ্ধতি বদলাতে হবে যাতে যে কেউ ক্ষমতায় আসুক, সে যেন দানব হয়ে উঠতে না পারে।  কিছু কিছু পরিবর্তন সংবিধানে আনতে হবে যাতে সংবিধানের ‘জনগণই সকল ক্ষমতার উৎস’–কথাটি স্বার্থক হয়।

বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ তাঁর বক্তৃতায় বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার মাধ্যমে এই রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তন এবং সংস্কার আনতে পারেন আপনারাই। অন্তবর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে, জাতীয় ঐক্যমত গঠনের চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে। এবার  সংস্কার প্রস্তাবগুলোতে আপনাদের মতামতের জন্য গণভোটের আয়োজন করেছে। নির্বাচিত সরকারকে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এখন দেশের ভবিষ্যৎ আপনাদের হাতে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তাঁর বক্তৃতায় বলেন, এবারের গণভোটের বিষয়গুলো সুষ্ঠুভাবে আপনাদের জানানোর জন্য প্রত্যেকটি বিভাগে প্রতিটি জেলায় আমরা প্রচারণা চালাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলের জন্য আমরা পৃথক ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন, গতকাল আমাদের মাঝে উপদেষ্টা মহোদয় উদ্বোধন করেছেন ভোটের রিক্সা। ৪৯৫টি উপজেলায় এবং ৪৫০০টি ইউনিয়নে আমরা ভোটের রিক্সা চালু করছি। এগুলোর মাধ্যমে রাস্তায় রাস্তায় মানুষকে বোঝানো হবে যে, পরিবর্তনের জন্য আমাদের হ্যাঁ বলতে হবে। ‘হ্যাঁ’ বলার কোনো বিকল্প নেই, কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে, আমরা আমাদের প্রায় ১৬শ সন্তান এবং নাগরিকের রক্তের উপর দাঁড়িয়ে আছি। আপনাদের আপনাদের কাছে দায়িত্ব দিয়ে আমরা আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার  সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির জেলা প্রতিনিধিবৃন্দ।

এর আগে উপদেষ্টা গণভোট ও নির্বাচনে উদ্বুদ্ধকরণের জন্য আয়োজিত এক বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করেন। রালি শেষে ভোটের গাড়ির স্ক্রিনে প্রধান উপদেষ্টার গণভোট বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।