
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় টিটিসির হলরুমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল প্রকৌশলী মো.হুমায়ন কবির এর সভাপতিত্বে ও রসায়ন বিভাগের ইন্সটেক্টর দীনবন্ধু মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মন্ডল, এসিআই এগ্রো লিমিটেডের ম্যানেজার বিপুল কুমার রায়। বক্তব্য রাখেন দশম শ্রেনীর ছাত্র জোবায়ের আলম। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল এর সহধর্মিণী আফসান আক্তার, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা পৃথক পাঁচটি স্টলের মাধ্যমে তাদের আবিষ্কার অতিথিবৃন্দের মাঝে উপস্থাপন করেণ। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন- দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। আমি তাদের আবিষ্কার ও উপস্থাপনা দেখে খুশি হয়েছি। ভবিষ্যতে তারা আরো ভালো করবে বলে প্রত্যাশা করি।