
নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে মাদকবিক্রেতাদের দমন করা যায় এবং সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।