
ডেস্ক নিউজ : ঢাকা, ৫ অক্টোবর — রাজধানীর মিরপুরে সন্ত্রাসী কার্যকলাপের অংশ হিসেবে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে হঠাৎ করেই অজ্ঞাত পরিচয়ের কয়েকজন বাসে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়তা করবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি উদ্দেশ্যমূলক নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে স্থানীয়দের মধ্যে এখনও ভীতি বিরাজ করছে।
নিজস্ব সংবাদ : 




















