
নিউজ ডেস্ক: পরী মণি—অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে তাঁর। প্রেম-বিয়ে নিয়ে বহুবার শিরোনাম হয়েছেন এই চিত্রনায়িকা। এবার হাসতে হাসতে বললেন, ‘আমার এক ডজন বিয়ে করার ইচ্ছে!’ পরী মণি জানান, অভিনয়ে আসার আগে তিনি তাঁর খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি। নিজের ভাষায় পরী বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল। আমার আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে। ছোটবেলা থেকে মজা করে বলতাম—আমি এক ডজন বিয়ে করব! কিন্তু এই কথাটা গুজব হিসেবে এভাবে প্রতিষ্ঠিত হবে, সেটা বুঝিনি। না বুঝলে তো কোনোদিনই বলতাম না।’
নিজস্ব সংবাদ : 


























