
সেলিম মাহবুব : ছাতকে সি.সি ইউনাইটেডের আয়োজনে কুল এন্ড কুল কাপ ক্রিকেট টুনামেন্ট ২০২৫ইং সিজন ৮” অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হবে এ টুনামেন্ট ছাতক সরকারি ডিগ্রি কলেজ মাঠে। এ টুনামেন্ট উপলক্ষে ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে ছাতক মার্বেল ইনডোর মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে ৫ টি দলের মধ্যে ডায়মন্ড, গোল্ড, প্লাটিনাম খেলোয়াড়সহ ১৪ জন করে খেলোয়াড় ক্রয় করা হয় নিলামের মাধ্যমে। নিলামে প্রথমেই ট্রপি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ নিলাম ও ট্রপি উন্মোচন অনুষ্ঠান পরিচালনা করেন ক্রিকেট খেলোয়াড় সুপ্রিয় ও রাতুল। এসময় ট্রপি উন্মোচন করেন, ক্রিকেট খেলোয়াড় রাজন, সানি, রাজিব, উজ্জ্বল, রেজাউল করিম। ক্রিকেট নিলামে অংশ নেন ৫ টিম সি ফর ছাতকের টিম মালিক জহির উদ্দিন দিনান, লাল পাহাড় হাকস্’র টিম মালিক মোঃ রেজাউল করিম, সুরমা স্ট্রাইকার্স ছাতকের টিম মালিক মারুফ হোসেন, ফ্যান্টাস্টিক ফোর ছাতকের টিম মালিক রাহিদ রানা, ছাতক টাইটানস’র টিম মালিক শরিফ চৌধুরী। এসময় ছাতকের তরুণ ক্রিকেট খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৭ অক্টোবর সোমবার দুপুরে ৫ টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ছাতকের সুরমা ব্রিজে। ৫ টিম সাজিয়েছে তাদের পছন্দসই খেলোয়াড় নিলামের মাধ্যমে ক্রয় করে।
নিজস্ব সংবাদ : 


























