ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব Logo দোয়ারাবাজারে গরু ও সুপারি চোরাচালান রোধে জনসচেতনতামূলক সভা Logo মধ্যনগরে ভুতুড়ে বিদ্যুৎ বিল: চার ইউনিয়নের মানুষ দিশাহীন। Logo রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার Logo সুনামগঞ্জে বিজিবির অভিযানে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার Logo ৫২ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বদলি ও নিয়োগ Logo নির্বাচন ঘিরে পুলিশকে নিঃপক্ষ থাকতে নির্দেশ Logo মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক চালু হচ্ছে Logo সচিবালয়ে ডিসি‑এসপি ভাগাভাগি চলছে: অভিযোগ উঠল Logo নির্বাচনের আগে প্রশাসন‑পুলিশে রদবদলের পরিকল্পনা বাড়ছে
গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী: কোনো রাজনৈতিক পক্ষের প্রতি পক্ষপাত করা যাবে না

আসন্ন সাধারণ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।

ডিএমপি কমিশনার আরও বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণের সাথে দুরত্ব তৈরি হয় বা ভুল বুঝাবুঝি সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।

ডিএমপি কমিশনার বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার ঘোষণা করেন যে, দায়িত্ব পালনকালে ডিএমপির কোন সদস্য আহত হলে তার চিকিৎসার সমুদয় ব্যয়ভার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। তিনি ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়ার অনুরোধ করেন। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হতে হবে।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে।

ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার সুফল সবাই পাচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, অনেক থানা, ফাঁড়ি ও কোর্টের মালখানার জরাজীর্ণ অবস্থা। এগুলো মেরামত করে বসবাস উপযোগী করা হচ্ছে। সামনের নির্বাচন উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এসময়ে আমার সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব

গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী: কোনো রাজনৈতিক পক্ষের প্রতি পক্ষপাত করা যাবে না

আসন্ন সাধারণ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

আলী আহসান রবি : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।

ডিএমপি কমিশনার আরও বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণের সাথে দুরত্ব তৈরি হয় বা ভুল বুঝাবুঝি সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।

ডিএমপি কমিশনার বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার ঘোষণা করেন যে, দায়িত্ব পালনকালে ডিএমপির কোন সদস্য আহত হলে তার চিকিৎসার সমুদয় ব্যয়ভার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। তিনি ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়ার অনুরোধ করেন। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হতে হবে।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে।

ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার সুফল সবাই পাচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, অনেক থানা, ফাঁড়ি ও কোর্টের মালখানার জরাজীর্ণ অবস্থা। এগুলো মেরামত করে বসবাস উপযোগী করা হচ্ছে। সামনের নির্বাচন উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এসময়ে আমার সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।