হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ জাতীয়বাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জুলফিকার আলী সাফুই এর সভাপতিত্বে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী। এ সময়ে বক্তব্যে তিনি বলেন শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিএনপিকে তৃনমুল পর্যায়ে সুসংগঠিত করতে হবে। দ্বিধা দ্বন্দ আর সকল ভেদাভেদ ভূলে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে দলের পরিচয়ে এলাকায় কেহ বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা অপরাধ মুলক কর্মকান্ড করলে তাকে পুলিশে সোপর্দ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান (হাবিব), কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী পলাশ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক বদরুল ইসলাম বদরু, সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হুমায়ন কবীর ডাবলু, সদস্য সচিব হাসানসহ বিশিষ্ট সমাজ সেবক আলী মুর্শান ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে যুবদলের সিনিয়র সভাপতি শাহ আলম সাফুই সহ কালিগঞ্জ উপজেলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতে হবে
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- ৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ