মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উন্নয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের শীর্ষক প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গঠিত চার সদস্যের প্রতিনিধিদল। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ৩য় পর্যায়-১ম সংশোধীত শীর্ষক প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা।
এই সময় পরিদর্শন দলটি নির্মানাধীন ছাত্র হল ১ ও ২ হলের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং কাজের গুণগতমান নিশ্চিত করবার লক্ষ্যে প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলী(ভারপ্রাপ্ত ) সহ কাজের সাথে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ দেন।
পরিদর্শন দলের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মোহাম্মদ তানজিম উদ্দিন খান, পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া , উপ-পরিচালক সুরাইয়া ফারহানা ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ (ইউজিসি’র) সহকারী পরিচালক মোশারফ হোসেন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।