কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জর পল্লীতে জামায়াত নেতার মেয়ের ক্রয়কৃত দখলীয় জমি জবরদখল করে পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে। প্রতিকার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন থানা পুলিশ। থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের আহম্মদ আলীর স্ত্রী ও উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল গফফার সাহেবের মেয়ে কোহিনূর ফাতিমা (৪৪) এর নিজ নামীয় সম্পত্তিতে গতকাল (১৮ অক্টোবর) সকালে পরিকল্পিতভাবে ইট, বালু ও খোয়া ফেলতে থাকে অলিউল ইসলাম (৪০)। সে জাফরপুর গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে। এই অলিউল ইসলাম বেশকিছু দিন ধরে ঐ জমি জবরদখল ও ঘরবাড়ি বাঁধবে বলে হুমকী ধামকী দেওয়ায় কোহিনুর ফাতিমা বাদী সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জজ আদালতে মামলা দায়ের করেন যার নং ২৮৬/ ২৪। বিজ্ঞ আদালত গত ২/৯/২৪ তারিখে নালিশি তফসিল সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। আদালতের আদেশ উপেক্ষা করে ১৮ ও ১৯ অক্টোবর-২০২৪ তারিখে পূর্ব পরিকল্পিত ভাবে বে আইনে দলবদ্ধ হয়ে পাকাঘর নির্মান কাজ শুরু করে। বাঁধা দিতে গেলে মারপিট ও খুন যখমের হুমকি দেওয়ায় নিরাপত্তা হীনতায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অলিউল ইসলাম তার নিজ যায়গায় ঘর নির্মান করছে বলে জানান। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় এর সাথে কথা হলে তিনি জানান একটি অভিযোগ পেয়েছি, ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে আদালতের আদেশ উপেক্ষা করে পাকাঘর নির্মানের অভিযোগ
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- ১৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ