মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ): “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” ্ওই প্রতিবাদ্যেকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(২নভেম্বর ) সকাল ১০ টার দিকে উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মোঃ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ডু। আরো বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, সমবায়ীদের পক্ষ থেকে আঃ করিম।
এ সময় উপস্থিত ছিলেন, বগা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ভারপ্রাপ্ত মোঃ দেলোয়ার হোসেনসহ উপজেলার সমবায় সমতির প্রতিনিধিগন।
সংবাদ শিরোনাম ::
বাউফলে জাতীয় সমবায় দিবস উদযাপন
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- ২৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ