ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কিছু কিছু পুলিশ এখনো ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: নবী উল্লাহ নবী Logo সৎও মিষ্টভাষী উপসচিব আবুল হাসান Logo বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Logo ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে Logo তথ্য উপদেষ্টার সঙ্গে বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ Logo রাজনীতিবিদ শেখ রিয়াজ উদ্দিন রানার কিছু কথা Logo কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা Logo সাবেক সচিব ইসমাইল হোসেনকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ Logo বিগত সরকারের কথিত উন্নয়নকে চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা Logo ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা

কবিতার নাম-রক্তাক্ত পদ্মের স্মৃতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

লেখক: রিদয়ান

বিলের মাঝে পদ্ম ফুল,
দেখে আমি হলাম ব্যাকুল।
ইচ্ছে আমার হারিয়ে যেতে,
নাও নিয়ে পদ্মবিলের মাঝেতে।

পদ্ম পাতার সবুজ কোলে,
জল টলমল, মধুর দোলে।
এই সৌন্দর্য যেন বলছে কথা,
বিলের জলেই জেগেছে স্বপ্নের ব্যথা।

রক্তাক্ত পদ্মের শিহরণ দেখে,
মনে পড়ে ইতিহাসের রক্তস্রোতে।

দেখে আমি এই রক্তাক্ত পদ্ম,
মনে পড়ে সেই,
৭১-এর রফিক, সালাম, বরকত,
২৪-এর আবু সায়িদ আর মুগ্ধ।

দিয়েছে তারা প্রাণ অকাতরে,
তাদের স্মৃতি লুকিয়ে হৃদয়ের ভাঁজে।
তারা ছিল এই দেশের আলো,
তাদের গল্পে ভরা সবুজ মাঠ-কালো।

যাদের জন্য পেয়েছি এই দেশ,
তারা আজ যেন নিঃশেষ।
তবু তাদের রক্তের রং লাল পদ্ম হয়ে,
আজো হাসে বিলের কোলে।

তাদের জন্য মনে বলে,
গাইতে চাই এক জীবনের গান।
তারা যে আমার বাংলার গল্প,
তারা যে আমার পদ্মের প্রাণ।

এই কবিতা বাংলার প্রকৃতি ও ইতিহাসের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের বীরদের আত্মত্যাগ এবং আমাদের দেশের সৌন্দর্য সবসময় আমাদের গর্বের উৎস। আশা করি, এই কবিতাটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কিছু কিছু পুলিশ এখনো ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে: নবী উল্লাহ নবী

কবিতার নাম-রক্তাক্ত পদ্মের স্মৃতি

আপডেট সময় ০৩:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

লেখক: রিদয়ান

বিলের মাঝে পদ্ম ফুল,
দেখে আমি হলাম ব্যাকুল।
ইচ্ছে আমার হারিয়ে যেতে,
নাও নিয়ে পদ্মবিলের মাঝেতে।

পদ্ম পাতার সবুজ কোলে,
জল টলমল, মধুর দোলে।
এই সৌন্দর্য যেন বলছে কথা,
বিলের জলেই জেগেছে স্বপ্নের ব্যথা।

রক্তাক্ত পদ্মের শিহরণ দেখে,
মনে পড়ে ইতিহাসের রক্তস্রোতে।

দেখে আমি এই রক্তাক্ত পদ্ম,
মনে পড়ে সেই,
৭১-এর রফিক, সালাম, বরকত,
২৪-এর আবু সায়িদ আর মুগ্ধ।

দিয়েছে তারা প্রাণ অকাতরে,
তাদের স্মৃতি লুকিয়ে হৃদয়ের ভাঁজে।
তারা ছিল এই দেশের আলো,
তাদের গল্পে ভরা সবুজ মাঠ-কালো।

যাদের জন্য পেয়েছি এই দেশ,
তারা আজ যেন নিঃশেষ।
তবু তাদের রক্তের রং লাল পদ্ম হয়ে,
আজো হাসে বিলের কোলে।

তাদের জন্য মনে বলে,
গাইতে চাই এক জীবনের গান।
তারা যে আমার বাংলার গল্প,
তারা যে আমার পদ্মের প্রাণ।

এই কবিতা বাংলার প্রকৃতি ও ইতিহাসের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধের বীরদের আত্মত্যাগ এবং আমাদের দেশের সৌন্দর্য সবসময় আমাদের গর্বের উৎস। আশা করি, এই কবিতাটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।