
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেডিং গ্রাউন্ডে অনুষ্ঠিত মাঠ পরীক্ষার পুরো কার্যক্রমকে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়। নিয়োগ কমিটির সদস্যদের পাশাপাশি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় সশরীরে উপস্থিত থেকে মাঠ পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
একটি স্বচ্ছ, সুন্দর ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছে। কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
উল্লেখ্য, মাঠ যাচাই পরীক্ষার ফলাফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়েবসাইট ও ফেইসবুকে একই দিন প্রকাশ করা হয়েছে।