সবাই রবি ভাই বলে ডাকে। তবে পুরো নাম তার মো. রবিউল করিম রবি। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোটবিশাকোল গ্রামের স্থায়ী বাসিন্দা। পাবনা-৩ এলাকার মানুষের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) উপজেলায় গণসংযোগ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পাবনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্বর্ণ পদকপ্রাপ্ত আইনজীবী আলহাজ্ব রবিউল করিম রবি। গত শুক্র, শনি ও রবিবার (২২ ডিসেম্বর) এই তিনদিন ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। বিএনপি, অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে এলাকায় সুনাম রয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই উচ্চ শিক্ষিত নেতার। অ্যাডভোকেট রবিউল করিম (রবি) গণসংযোগকালে সাধারণ মানুষের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান। ভবিষ্যতে তিনি ভোটার ও সাধারণ মানুষের দোয়া প্রার্থনা করেন। আলহাজ্ব অ্যাডভোকেট রবিউল করিম রবি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার প্যানেল আইনজীবী। এছাড়া তিনি সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি। অ্যাডভোকেট রবিউল করিম রবি সময়ের কণ্ঠস্বরকে বলেন, এলাকার উন্নয়নে নিজেদেরকেই উদ্যোগী হতে হবে। পাবনা-৩ আসনের অনেক এলাকা এখনও উন্নয়ন বঞ্চিত। দক্ষ ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত। এমপি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংবাদ শিরোনাম ::
বিএনপির মনোনয়ন প্রত্যাশী রবিউল করিমের গণসংযোগ ও কম্বল বিতরণ
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ