ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ Logo সুন্দর জীবন গড়তে হলে মাদক ছাড়তে হবে Logo ১৮ বছরের নিচে প্রতিটি শিশুকে স্কুলে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে, আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও দিতে হবে —–উপদেষ্টা শারমীন এস মুরশিদ Logo সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায়; দুর্ধর্ষ চক্রের চার সদস্য গ্রেফতার Logo স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা–৩১ Logo উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। Logo সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পড়েছে Logo গরমে যা দেখে বুঝবেন শরীরে পানির ঘাটতি রয়েছে Logo সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায়; দুর্ধর্ষ চক্রের চার সদস্য গ্রেফতার ও ১৫ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে ডিএমপি Logo চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ৯৯টি ককটেল সদৃশ দেশীয় হ্যান্ড গ্রেনেড এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি

চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে: অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

 

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রি.: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অথবা অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে হবে। জনগণকে একটি স্থিতিশীল ও স্বস্তিকর আইন-শৃঙ্খলার পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকান্ড জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে ডিবি। আজ (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় খিলগাঁওয়ের একটি গোপন আস্তানা থেকে একটি ৭.৬২ মি.মি চায়নিজ পিস্তল, একটি তরাশ ম্যাগাজিন, ৯ মি.মি. পিস্তলের ছয় রাউন্ড গুলি, ৭.৬২ মি.মি চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধারসহ মোঃ নাসির উদ্দিন ও মোঃ ইমরান হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি। অন্যদিকে রাত ১২:০০ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ শাকিল, মোঃ বাবু ও হাজারীবাগ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ রাতুল ইসলামসহ ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই পেশাদার চিহ্নিত চাঁদাবাজ। অপর এক অভিযানে মিরপুর এলাকা থেকে রাত ৩:০০ ঘটিকায় ২৪ টি মোবাইলসহ পাঁচজন, লালবাগ থেকে দুইজন, মতিঝিল থেকে দুইজন ও উত্তরা থেকে একজন, সর্বমোট ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাত ১২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সাইবার অপরাধের ক্ষেত্রে গত রাতে গাইবান্ধা ও নাটোর জেলা হতে রাফি সরকার ও মাসুদ রানা নামের দুইজন সাইবার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান ২৪ ঘন্টা অব্যাহত রয়েছে। ঢাকা মহানগরের পাশাপাশি সারা বাংলাদেশে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করে যাবো। কোন আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে তিনি কারো রক্ত চক্ষুকে ভয় পান না বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

সংবাদ সম্মেলনে নগরবাসীর কাছে অপরাধ ও অপরাধী সংক্রান্ত যদি কোন তথ্য থাকে সেই তথ্য গোয়েন্দা পুলিশকে অবহিত করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিবি প্রধান। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ডিবি পুলিশকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া; যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম সহ সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেজগাঁওয়ে বোবা রফিককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

চাঁদাবাজ, ছিনতাইকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে: অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম

আপডেট সময় ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

 

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রি.: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অথবা অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে হবে। জনগণকে একটি স্থিতিশীল ও স্বস্তিকর আইন-শৃঙ্খলার পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকান্ড জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে ডিবি। আজ (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় খিলগাঁওয়ের একটি গোপন আস্তানা থেকে একটি ৭.৬২ মি.মি চায়নিজ পিস্তল, একটি তরাশ ম্যাগাজিন, ৯ মি.মি. পিস্তলের ছয় রাউন্ড গুলি, ৭.৬২ মি.মি চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধারসহ মোঃ নাসির উদ্দিন ও মোঃ ইমরান হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি। অন্যদিকে রাত ১২:০০ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ শাকিল, মোঃ বাবু ও হাজারীবাগ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ রাতুল ইসলামসহ ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই পেশাদার চিহ্নিত চাঁদাবাজ। অপর এক অভিযানে মিরপুর এলাকা থেকে রাত ৩:০০ ঘটিকায় ২৪ টি মোবাইলসহ পাঁচজন, লালবাগ থেকে দুইজন, মতিঝিল থেকে দুইজন ও উত্তরা থেকে একজন, সর্বমোট ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাত ১২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সাইবার অপরাধের ক্ষেত্রে গত রাতে গাইবান্ধা ও নাটোর জেলা হতে রাফি সরকার ও মাসুদ রানা নামের দুইজন সাইবার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান ২৪ ঘন্টা অব্যাহত রয়েছে। ঢাকা মহানগরের পাশাপাশি সারা বাংলাদেশে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করে যাবো। কোন আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে তিনি কারো রক্ত চক্ষুকে ভয় পান না বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

সংবাদ সম্মেলনে নগরবাসীর কাছে অপরাধ ও অপরাধী সংক্রান্ত যদি কোন তথ্য থাকে সেই তথ্য গোয়েন্দা পুলিশকে অবহিত করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিবি প্রধান। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ডিবি পুলিশকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া; যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম সহ সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।