
রাইসুল ইসলাম নয়ন।।সৌদি আরবের চলচ্চিত্র জগতে অন্যতম বড় ইভেন্ট ১১তম সৌদি ফিল্ম ফেস্টিভাল আগামী ১৭ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবের ভেন্যু নির্ধারণ করা হয়েছে কিং আবদুলআজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার (ইথরা), ধাহরান। সিনেমা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ইথরার সহযোগিতায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের ফিল্ম কমিশনের সহায়তায় এ বছর উৎসবটি অনুষ্ঠিত হবে। ফেস্টিভালটিতে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষামূলক ইভেন্ট এবং নেটওয়ার্কিং সুযোগ থাকবে, যা সৌদি আরবের চলচ্চিত্রশিল্পকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। এই ফেস্টিভাল সৌদি আরবের ক্রমবর্ধমান চলচ্চিত্রশিল্প এবং নতুন নির্মাতাদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।