
ফেরদৌস ওয়াহেদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ জিয়া স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিমুল হক অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়।
মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ প্রজন্মকে মুক্ত রাখতে খেলাধুলায় অংশগ্রহণের কোন বিকল্প নেই বলে উপস্থিত অতিথিগণ সবাইকে উদ্বুদ্ধ করেন। ক্রীয়া প্রতিযোগীতা শেষে বিজয়ী দল ও রানার-আপ দলের খোলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরন করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, অফিসার ইনচার্জ কাউখালী থানা,বিভিন্ন অতিথিবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া।