ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo অবহেলিত সাতক্ষীরা জেলার উন্নয়নের জন্য বিশেষ সরকারি বরাদ্দের জোর দাবি এলাকাবাসীর Logo পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা Logo লেখক-গবেষক,রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এর মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক Logo মধ্যনগরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ইউনিয়ন কাউন্সিল বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল Logo শেরপুর সদর থানা বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার Logo সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত Logo সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব – ধর্ম উপদেষ্টা Logo গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার নাটোর জেলা সফর Logo জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা

দীর্ঘ অপেক্ষার পর চালু হলো জাতীয় রাজস্ব বোর্ডের Authorized Economic Operator (AEO) সিস্টেম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি।। আমদানি-রপ্তানি ব্যবসাকে আরো সহজ ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড ব্যবসায়ীগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে Authorized Economic Operator (AEO) সিস্টেমটির শুভ উদ্বোধন করেছে। AEO সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এর চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান অতিথি লাইসেন্সপ্রাপ্ত ৯টি প্রতিষ্ঠানকে AEO ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আবদুর রহমান খান, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। Authorized Economic Operator (AEO) প্রতিষ্ঠানসমূহ অটোমেটেড পদ্ধতিতে এসকল প্রতিষ্ঠানের জন্য প্রণীত Standard Operating Procedure (SOP) অনুসরণ করে আমদানিকৃত পণ্য অতি দ্রুত খালাসে এবং রপ্তানী পন্যের শুল্কায়নে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখন থেকে AEO লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ ২০% পণ্য চালান স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই শুল্কায়ন (self assessment) করতে পারবেন।

এক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের কোনরুপ হস্তক্ষেপ ছাড়াই AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ self assessment এর মাধ্যমে শুল্ক-করাদি পরিশোধ করে সরাসরি জাহাজ থেকে আমদানিকৃত পণ্য নিজেদের গুদামে নিতে পারবেন। এছাড়া, AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের পণ্য চালান সমূহের ৫০% এর কম পণ্য ঝুঁকি ব্যবস্থাপনার আওতাধীন থাকবে। এ সকল প্রতিষ্ঠানসমূহ, তাদের যে সকল পণ্যের রাসায়নিক পরীক্ষা প্রয়োজন সেসকল পণ্যের রাসায়নিক পরীক্ষা ছাড়াই সাময়িক শুল্কায়ন করে খালাস করতে পারবেন, অগ্রিম রুলিং এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং যেক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে ৭৫% ব্যাংক গ্যারান্টি এবং ২৫% অঙ্গীকার প্রদানের মাধ্যমে মালামাল খালাসের সুবিধা পাবেন। এর ফলে আইন মান্যকারী করদাতা প্রতিষ্ঠানের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্য পরিমানে হ্রাস পাবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব কাজী মোস্তাফিজুর রহমান, সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আর্ন্তজাতিক বাণিজ্য), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন মিজ রূপালী হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং প্রাক্তন প্রেসিডেন্ট, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এবং জনাব মোহাম্মাদ মেসবাউদ্দিন, পরিচালক, ফেয়ার ইলেক্ট্রোনিক্স লিমিটেড। উন্নয়ন অংশিদারগণের মধ্যে বক্তব্য রাখেন Mr. Hoe Yun Jeong, কান্ট্রি ডিরেক্টর, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যংক এবং Mr. Michael J. Parr, চিফ অব পার্টি, বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জাভেদ আক্তার, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং প্রেসিডেন্ট, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে Authorized Economic Operator (AEO) এর সনদ প্রদান এবং তা কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে ট্রেড ফেসিলিটেশনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মর্মে উল্লেখ করেন। AEO এর যথাযথ প্রয়োগের মাধ্যমে কমপ্লায়েন্ট আমদানি ও রপ্তানীকারকগণ সময় ও খরচ কমানোর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশে AEO চালু করে ব্যবসায়ীগণের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমদানিকারক ও রপ্তানিকারকগণ পণ্য চালান আমদানি-রপ্তানির পূর্বেই অফিসে বসে তার আমদানি ও রপ্তানি পণ্যেরে HS Code, Tariff হিসাব, কোন কোন রেগুলেটরী সনদের প্রয়োজন, এরূপ পণ্য আমদানির বা রপ্তানির ক্ষেত্রে কি কি সুবিধা বিদ্যমান এবং বিশেষ কোন শর্ত আছে কিনা তা যেনো সহজে জানতে পারেন, সেলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক Import-Export Hub নামক পৃথক একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। প্রধান অতিথি একই অনুষ্ঠানে উক্ত অনলাইন পোর্টালটি শুভ উদ্বোধন করেন। উক্ত অনলাইন পোর্টালটি USDA এর অর্থায়নে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে Import-Export Hub এর ওপর একটি উপস্থাপনা প্রদান করা হয়। এছাড়া, উক্ত অনুষ্ঠানে Asian Development Bank এর আর্থিক সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২৪-২০২৮ সময়কালের জন্য প্রণীত Customs Strategic Plan এর মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, ব্যয় হ্রাসকরণ ও পণ্য খালাস পদ্ধতি সহজীকরণ এবং বৈধ ট্রেডকে সহযোগিতা ও উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক WCO ও WTO এর নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল, পদ্ধতি ও ব্যবস্থাপনার আদলে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গত ২রা জানুয়ারী, ২০২৫ তারিখে Bangladesh Single Window এর শুভ উদ্বোধন করা হয়-যার মাধ্যমে গত একমাসে ৭টি রেগুলেটরি অথরিটি অনলাইনে ১ লক্ষের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যু করেছে। BSW, AEO, Import-Export Hub Customs Strategic Plan, 2024-2028 বাস্তবায়নের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি

দীর্ঘ অপেক্ষার পর চালু হলো জাতীয় রাজস্ব বোর্ডের Authorized Economic Operator (AEO) সিস্টেম

আপডেট সময় ০৯:৩৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

আলী আহসান রবি।। আমদানি-রপ্তানি ব্যবসাকে আরো সহজ ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড ব্যবসায়ীগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে Authorized Economic Operator (AEO) সিস্টেমটির শুভ উদ্বোধন করেছে। AEO সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এর চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান অতিথি লাইসেন্সপ্রাপ্ত ৯টি প্রতিষ্ঠানকে AEO ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আবদুর রহমান খান, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। Authorized Economic Operator (AEO) প্রতিষ্ঠানসমূহ অটোমেটেড পদ্ধতিতে এসকল প্রতিষ্ঠানের জন্য প্রণীত Standard Operating Procedure (SOP) অনুসরণ করে আমদানিকৃত পণ্য অতি দ্রুত খালাসে এবং রপ্তানী পন্যের শুল্কায়নে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখন থেকে AEO লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ ২০% পণ্য চালান স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই শুল্কায়ন (self assessment) করতে পারবেন।

এক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের কোনরুপ হস্তক্ষেপ ছাড়াই AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ self assessment এর মাধ্যমে শুল্ক-করাদি পরিশোধ করে সরাসরি জাহাজ থেকে আমদানিকৃত পণ্য নিজেদের গুদামে নিতে পারবেন। এছাড়া, AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের পণ্য চালান সমূহের ৫০% এর কম পণ্য ঝুঁকি ব্যবস্থাপনার আওতাধীন থাকবে। এ সকল প্রতিষ্ঠানসমূহ, তাদের যে সকল পণ্যের রাসায়নিক পরীক্ষা প্রয়োজন সেসকল পণ্যের রাসায়নিক পরীক্ষা ছাড়াই সাময়িক শুল্কায়ন করে খালাস করতে পারবেন, অগ্রিম রুলিং এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং যেক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে ৭৫% ব্যাংক গ্যারান্টি এবং ২৫% অঙ্গীকার প্রদানের মাধ্যমে মালামাল খালাসের সুবিধা পাবেন। এর ফলে আইন মান্যকারী করদাতা প্রতিষ্ঠানের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্য পরিমানে হ্রাস পাবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব কাজী মোস্তাফিজুর রহমান, সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আর্ন্তজাতিক বাণিজ্য), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।

AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন মিজ রূপালী হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং প্রাক্তন প্রেসিডেন্ট, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এবং জনাব মোহাম্মাদ মেসবাউদ্দিন, পরিচালক, ফেয়ার ইলেক্ট্রোনিক্স লিমিটেড। উন্নয়ন অংশিদারগণের মধ্যে বক্তব্য রাখেন Mr. Hoe Yun Jeong, কান্ট্রি ডিরেক্টর, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যংক এবং Mr. Michael J. Parr, চিফ অব পার্টি, বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জাভেদ আক্তার, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং প্রেসিডেন্ট, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে Authorized Economic Operator (AEO) এর সনদ প্রদান এবং তা কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে ট্রেড ফেসিলিটেশনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মর্মে উল্লেখ করেন। AEO এর যথাযথ প্রয়োগের মাধ্যমে কমপ্লায়েন্ট আমদানি ও রপ্তানীকারকগণ সময় ও খরচ কমানোর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশে AEO চালু করে ব্যবসায়ীগণের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমদানিকারক ও রপ্তানিকারকগণ পণ্য চালান আমদানি-রপ্তানির পূর্বেই অফিসে বসে তার আমদানি ও রপ্তানি পণ্যেরে HS Code, Tariff হিসাব, কোন কোন রেগুলেটরী সনদের প্রয়োজন, এরূপ পণ্য আমদানির বা রপ্তানির ক্ষেত্রে কি কি সুবিধা বিদ্যমান এবং বিশেষ কোন শর্ত আছে কিনা তা যেনো সহজে জানতে পারেন, সেলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক Import-Export Hub নামক পৃথক একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। প্রধান অতিথি একই অনুষ্ঠানে উক্ত অনলাইন পোর্টালটি শুভ উদ্বোধন করেন। উক্ত অনলাইন পোর্টালটি USDA এর অর্থায়নে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে Import-Export Hub এর ওপর একটি উপস্থাপনা প্রদান করা হয়। এছাড়া, উক্ত অনুষ্ঠানে Asian Development Bank এর আর্থিক সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২৪-২০২৮ সময়কালের জন্য প্রণীত Customs Strategic Plan এর মোড়ক উন্মোচন করা হয়। উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, ব্যয় হ্রাসকরণ ও পণ্য খালাস পদ্ধতি সহজীকরণ এবং বৈধ ট্রেডকে সহযোগিতা ও উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক WCO ও WTO এর নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল, পদ্ধতি ও ব্যবস্থাপনার আদলে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গত ২রা জানুয়ারী, ২০২৫ তারিখে Bangladesh Single Window এর শুভ উদ্বোধন করা হয়-যার মাধ্যমে গত একমাসে ৭টি রেগুলেটরি অথরিটি অনলাইনে ১ লক্ষের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যু করেছে। BSW, AEO, Import-Export Hub Customs Strategic Plan, 2024-2028 বাস্তবায়নের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।