ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীর কার্যক্রম Logo ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক Logo ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পিরোজপুর জেলখানার অন্য রকম এক চিত্র Logo কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন হয়েছে Logo আনন্দ-উচ্ছ্বাসে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী Logo কালিগঞ্জেে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম পুনমিলনী অনুষ্ঠিত Logo বাউফলে আজ ১৪ গ্রামে পালিত হচ্ছে ঈদ উৎসব Logo জাতীয় ঈদগাহ কেন্দ্রিক থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সরকার কর্তৃক জনস্বার্থে কতিপয় নিত্যপণ্যের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ০৩ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে গত ৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সরকার “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং “The Excises and Salt (Amendment) Ordinance, 2025” জারি করেছে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তীতে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, অংশীজনের অনুরোধ এবং রমজান মাসে নিত্যপণ্যের বাজার সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার দাবির প্রেক্ষিতে বৃহত্তর জনস্বার্থে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থে সরকার, ২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে একটি নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিম্নরূপ ভ্যাট অব্যাহতি প্রদান করেছে: সয়াবিন তেলের বিকল্প হিসেবে রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল এর উৎপাদন পর্যায়ে এবং দেশে উৎপাদিত Sunflower Seed Oil (Refined), রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল, সরিষার তেল ও চালের কুড়ার তেল (Rice Bran Oil) এর ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে; এবং দেশে উৎপাদিত শুকনা শিম্বাকার শাকসবজি খোলস বা খোসা ছাড়ানো অথবা দ্বিখন্ডিত হউক বা না হউক (প্রচলিত ভাষায় ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য); দেশে উৎপাদিত সকল প্রকার গুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এ সকল মশলার মিশ্রণ; দেশে উৎপাদিত আটা, ময়দা ও সুজি; দেশে উৎপাদিত বিস্কুট; দেশে উৎপাদিত সকল ধরনের লবন এবং কৃষিকার্যে ব্যবহার্য হারবিসাইডস এর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রসংগত উল্লেখ্য যে, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া, হজ্ব যাত্রীগণের খরচ কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড হজ্ব টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীর কার্যক্রম

সরকার কর্তৃক জনস্বার্থে কতিপয় নিত্যপণ্যের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান

আপডেট সময় ০২:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

আলী আহসান রবি: ০৩ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে গত ৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সরকার “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং “The Excises and Salt (Amendment) Ordinance, 2025” জারি করেছে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তীতে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, অংশীজনের অনুরোধ এবং রমজান মাসে নিত্যপণ্যের বাজার সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার দাবির প্রেক্ষিতে বৃহত্তর জনস্বার্থে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থে সরকার, ২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে একটি নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিম্নরূপ ভ্যাট অব্যাহতি প্রদান করেছে: সয়াবিন তেলের বিকল্প হিসেবে রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল এর উৎপাদন পর্যায়ে এবং দেশে উৎপাদিত Sunflower Seed Oil (Refined), রেপসীড অয়েল, কোলজা সীড অয়েল, কেনোলা অয়েল, সরিষার তেল ও চালের কুড়ার তেল (Rice Bran Oil) এর ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে; এবং দেশে উৎপাদিত শুকনা শিম্বাকার শাকসবজি খোলস বা খোসা ছাড়ানো অথবা দ্বিখন্ডিত হউক বা না হউক (প্রচলিত ভাষায় ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য); দেশে উৎপাদিত সকল প্রকার গুঁড়া মরিচ, ধনিয়া, আদা, হলুদ বা এ সকল মশলার মিশ্রণ; দেশে উৎপাদিত আটা, ময়দা ও সুজি; দেশে উৎপাদিত বিস্কুট; দেশে উৎপাদিত সকল ধরনের লবন এবং কৃষিকার্যে ব্যবহার্য হারবিসাইডস এর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রসংগত উল্লেখ্য যে, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া, হজ্ব যাত্রীগণের খরচ কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড হজ্ব টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।