
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ শে মার্চ) কালিগঞ্জের আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ডক্টর মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মোঃ আজিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, এছাড়াও উপস্থিত ছিলেন কাজী রওনাকুল ইসলাম, শিক্ষক আব্দুর রহমান, জামাতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার খরা ও কর্ম পরিষদের সদস্য এবং অফিস সেক্রেটারি শেখ আফতাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।