ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৫ জনকে জরিমানা Logo অন্যায্য শ্রম ব্যবস্থা ও ইউনিয়ন বিরোধী বৈষম্য দূরীকরণে ৩ দিনের কর্মশালা অনুষ্ঠিত Logo সিএসআর ফান্ডের একটি নির্দিষ্ট অংশ স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার -উপদেষ্টা আসিফ মাহমুদ Logo বিএফআইডিসিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সময়োপযোগী কৌশল গ্রহণ করা হবে— উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ Logo রথযাত্রায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতিফলন- স্বরাষ্ট্র উপদেষ্টা Logo সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা Logo ঢাকার খিলক্ষেত এলাকায় একটি দুর্গা মন্দির ধ্বংসের অভিযোগে গণমাধ্যমের প্রতিবেদনের প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ Logo দেশে কাগজের চাহিদা পূরণ করতে কর্ণফুলীসহ পেপার মিলের উন্নয়ন করা হবে’ – শিল্প উপদেষ্টা Logo যাত্রাবাড়ীতে ৪,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯ মাসে এনবিআরের রাজস্ব আদায় ৯৯৪ কোটি টাকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো। গত ০৯ (নয়) মাসে (সেপ্টেম্বর’২৪ হতে মে’২৫ পর্যন্ত) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬,৫৭২ (ষোল হাজার পাঁচশত বাহাত্তর) টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬,২৪৬ (ছয় হাজার দুইশত ছেচল্লিশ) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ (নয়শত চুরানব্বই) কোটি টাকা।

এই সময়ে বিভিন্ন কাস্টম হাউস মোট ২২১৫ (দুই হাজার দুইশত পনের) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। যাতে জড়িত রাজস্বের পরিমান ছিল ১৮৩ (একশত তিরাশি) কোটি টাকা যার পুরোটাই আদায় হয়েছে।। বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোট ৬৮০৩ (ছয় হাজার আটশত তিন) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৫১৩ (পাঁচশত তের) কোটি এবং আদায় হয়েছে মোট ৮৯ (উননব্বই) কোটি টাকা। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা) ২৩১ (দুইশত একত্রিশ) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৬৩৯ (এক হাজার ছয়শত উনচল্লিশ) কোটি এবং আদায় হয়েছে মোট ২৪০ (দুইশত চল্লিশ) কোটি টাকা | কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ সময়ে রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করে মোট ৭৩ (তিয়াত্তর) কোটি টাকা আদায় করেছে।

অপরদিকে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১ (একশত একাশি) টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ (তিনশত ছেষট্টি) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৯৪ (একশত চুরানব্বই) কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মোট ১৭০ টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১,৮৭৪ (এক হাজার আটশত চুয়াত্তর) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১১০ (একশত দশ) কোটি টাকা। এছাড়া, বিভিন্ন কর অঞ্চল (৪১টি) মোট ৬,৯৭২ (ছয় হাজার নয়শত বাহাত্তর) টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১,৫৮৮ (এক হাজার পাঁচশত আটাশি) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১০৫ (একশত পাঁচ) কোটি টাকা। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৪ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৫ জনকে জরিমানা

রাজস্ব ফাঁকি উদঘাটন অভিযান থেকে ৯ মাসে এনবিআরের রাজস্ব আদায় ৯৯৪ কোটি টাকা

আপডেট সময় ০৫:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আলী আহসান রবি: ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, জাতীয় রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো। গত ০৯ (নয়) মাসে (সেপ্টেম্বর’২৪ হতে মে’২৫ পর্যন্ত) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দুই অনুবিভাগের (কাস্টমস ও আয়কর) মাঠ পর্যায়ের দপ্তরসমূহ এবং গোয়েন্দা সংস্থাগুলো মোট ১৬,৫৭২ (ষোল হাজার পাঁচশত বাহাত্তর) টি কর/রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৬,২৪৬ (ছয় হাজার দুইশত ছেচল্লিশ) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ৯৯৪ (নয়শত চুরানব্বই) কোটি টাকা।

এই সময়ে বিভিন্ন কাস্টম হাউস মোট ২২১৫ (দুই হাজার দুইশত পনের) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। যাতে জড়িত রাজস্বের পরিমান ছিল ১৮৩ (একশত তিরাশি) কোটি টাকা যার পুরোটাই আদায় হয়েছে।। বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোট ৬৮০৩ (ছয় হাজার আটশত তিন) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে যাতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৫১৩ (পাঁচশত তের) কোটি এবং আদায় হয়েছে মোট ৮৯ (উননব্বই) কোটি টাকা। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা (ভ্যাট গোয়েন্দা) ২৩১ (দুইশত একত্রিশ) টি রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১৬৩৯ (এক হাজার ছয়শত উনচল্লিশ) কোটি এবং আদায় হয়েছে মোট ২৪০ (দুইশত চল্লিশ) কোটি টাকা | কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ সময়ে রাজস্ব ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করে মোট ৭৩ (তিয়াত্তর) কোটি টাকা আদায় করেছে।

অপরদিকে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ১৮১ (একশত একাশি) টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ৩৬৬ (তিনশত ছেষট্টি) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১৯৪ (একশত চুরানব্বই) কোটি টাকা। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট মোট ১৭০ টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১,৮৭৪ (এক হাজার আটশত চুয়াত্তর) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১১০ (একশত দশ) কোটি টাকা। এছাড়া, বিভিন্ন কর অঞ্চল (৪১টি) মোট ৬,৯৭২ (ছয় হাজার নয়শত বাহাত্তর) টি কর ফাঁকি উদঘাটনের অভিযান পরিচালনা করেছে। এতে জড়িত রাজস্বের পরিমাণ ছিল ১,৫৮৮ (এক হাজার পাঁচশত আটাশি) কোটি টাকা এবং আদায়কৃত রাজস্বের পরিমাণ ১০৫ (একশত পাঁচ) কোটি টাকা। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।