
আলী আহসান রবি : ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দশজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
র্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলেন— ১। মো:লিমন সরকার (১৯) ২। মো: তারেক হোসেন (১৯) ৩। মোঃ মানিক মিয়া (২০) ৪। এরশাদ আলী(৩৯) ৫। নিজুম উদ্দিন (২০) ৬। আলমগীর হোসেন (৩৮) এবং ৭। মোঃ মিরাজ হোসেন আকন(৪৬)
পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ আজমল হাসান সগীর (২৬), ২। মোঃ শাহিন মিয়া (১৯) এবং ৩। মোঃ নাজমুল।
র্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিদের গ্রেফতার করে।
নিজস্ব সংবাদ : 






















