
নিউজ ডেক্সঃ ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে অটোরিকশা চালক নিহত টিপু শেখকে কোতয়ালী থানা পুলিশ উদ্ধার করে এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করে। পরবর্তীতে ১৯/১২/২০২৫ খ্রিঃ তারিখে নিহত টিপু শেখের ভাই মোঃ সিদ্দিক শেখ কোতয়ালী থানায় হাজির হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
আজ মঙ্গলবার উক্ত হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় পুলিশ সুপার নিহতের পরিবারের সাথে সাক্ষাত করেন এবং ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে মর্মে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর ও জনাব মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, ফরিদপুরসহ কোতয়ালী থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
নিজস্ব সংবাদ : 





















