
নিউজ ডেস্ক: দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন এর মৃত্যুতে সময়ের বুলেটিন এর সম্পাদক কবির নেওয়াজ রাজ গভীর শোক প্রকাশ করেছেন।
খ্যাতিমান দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন বুধবার (৩০ জুলাই, ২০২৫) দুপুর আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নরওয়ে হাসপাতাল অতঃপর গাজীপুর তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম সাইদুর রহমান রিমন বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সহ অসংখ্য পত্রিকায় কাজ করেছেন।
বস্তুনিষ্ঠ, সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার জন্য জীবনে বহুবার পুরস্কৃত হয়েছেন। সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি।
শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবির নেওয়াজ রাজ সকলের নিকট বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।