
মোঃকাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় শহিদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা বৈষম্যহীন সমাজের প্রত্যয়ে পালিত হলো ‘জুলাই বিপ্লব’-এর বর্ষপূর্তি। তারুণ্যের আইডিয়ায় গঠিত এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে ৩ আগস্ট ২০২৫, রবিবার সকালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে আলোচনা সভা ও ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ শীর্ষক পরিবেশবান্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির আয়োজন ও বাস্তবায়ন করে সুনামগঞ্জ জেলা পরিষদ এবং স্থানীয় সরকার বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। সভা পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়েশা আমান, নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সুনামগঞ্জ; বিজন কুমার তালুকদার, অধ্যক্ষ, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ; হাসিবুল হাসান ডিউ, সহকারী কমিশনার, সুনামগঞ্জ; মোঃ মনিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মধ্যনগর থানা; মোঃ আসায়াদ বিন খলিল রাহাত, উপজেলা কৃষি অফিসার, মধ্যনগর এবং শহিদ আয়েতউল্লাহর বাবা হাজী সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব’ ছিল বৈষম্যহীন সমাজ গড়ার আন্দোলন। শহিদদের আত্মত্যাগের চেতনাকে হৃদয়ে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
আলোচনা শেষে প্রধান অতিথি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিদ্যালয় চত্বরে পরিবেশবান্ধব বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন।