ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আন্তর্জাতিক ডেস্ক হাইতিতে গ্যাং দমন ও কর আদায়ে মার্কিন নিরাপত্তা সংস্থা প্রেরণ Logo গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ Logo অন্যায্য শ্রম অনুশীলন ও ইউনিয়নবিরোধী বৈষম্যের প্রতিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo কর্ণফুলী টানেল সাইট অফিসে “উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা” সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ০১ (এক) আসামী গ্রেফতার Logo জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা Logo পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিশুর মৃত্যু Logo ছাতকে শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দিরে ১দিনব্যাপী মঙ্গল শোভা যাত্রা, কুইজ ও চিত্রাংঙ্কন Logo পুলিশের বিশেষ অভিযানে রংপুর থেকে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার Logo সুনামগঞ্জে পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে ৪ দিনব্যাপী কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও লীলা-কীর্তন শুরু

কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত রেকর্ড প্রায় ১,৩২২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৩ আগস্ট) সকালে বিজিবির রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২,০০,৩৩,৯৪৯ পিস ইয়াবা, ১৪০.০৪৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮০০ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ বোতল হুইস্কি, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট এবং ৮০০ পিস ট্যাবলেট (টার্গেট) ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গত বছরে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৬৯৩ জন আসামিসহ সর্বমোট ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। এরমধ্যে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদকসহ আটককৃত ২,৬৯৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং ১,৩২১ কোটি ৯০ লক্ষ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হলো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ,
র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

বিজিবির রিজিয়ন কমান্ডার বলেন, মাদক বাংলাদেশের সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নীরব ঘাতক। মাদক নামক এই ঘাতক নির্মূলে বিজিবির কক্সবাজার রিজিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদক চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বলেন, সাম্প্রতিককালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার পরিদর্শনে এসে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহ মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করেছে। বিজিবি মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনা ও কার্যকরী সিদ্ধান্ত এসব কার্যক্রমকে আরও বেগবান করেছে। তিনি বলেন, বিজিবি’র কক্সবাজার রিজিয়ন, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার।

অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ডেস্ক হাইতিতে গ্যাং দমন ও কর আদায়ে মার্কিন নিরাপত্তা সংস্থা প্রেরণ

কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

আপডেট সময় ০২:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

আলী আহসান রবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত রেকর্ড প্রায় ১,৩২২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৩ আগস্ট) সকালে বিজিবির রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২,০০,৩৩,৯৪৯ পিস ইয়াবা, ১৪০.০৪৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮০০ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ বোতল হুইস্কি, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট এবং ৮০০ পিস ট্যাবলেট (টার্গেট) ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গত বছরে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৬৯৩ জন আসামিসহ সর্বমোট ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। এরমধ্যে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদকসহ আটককৃত ২,৬৯৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং ১,৩২১ কোটি ৯০ লক্ষ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হলো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ,
র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

বিজিবির রিজিয়ন কমান্ডার বলেন, মাদক বাংলাদেশের সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নীরব ঘাতক। মাদক নামক এই ঘাতক নির্মূলে বিজিবির কক্সবাজার রিজিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদক চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বলেন, সাম্প্রতিককালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার পরিদর্শনে এসে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহ মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করেছে। বিজিবি মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনা ও কার্যকরী সিদ্ধান্ত এসব কার্যক্রমকে আরও বেগবান করেছে। তিনি বলেন, বিজিবি’র কক্সবাজার রিজিয়ন, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার।

অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।