
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–০১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।
পথসভা সকাল সাড়ে ১০টায় বাঙ্গালভিটা এলাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বাকাতলা, রূপনগর, গুলগাঁও বাজার ও মাটিয়ারবন্দ এলাকা প্রদক্ষিণ করে দুপুর ১টায় মহিষখলা বাজারে এসে শেষ হয়।
মহিষখলা বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সামনে একটি কঠিন নির্বাচন অপেক্ষা করছে। এ নির্বাচনে সফল হতে হলে আগে নিজেদের সাংগঠনিকভাবে সুসংহত করতে হবে এবং প্রত্যেক নেতা-কর্মীকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে।
এছাড়া পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রধান অতিথি পথসভার সমাপ্তি ঘোষণা করেন।
নিজস্ব সংবাদ : 



















