
নিজস্ব প্রতিবেদক: ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভার সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার। সভায় পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো আলোচনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাসিক কল্যাণ সভা শেষে, পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে আগস্ট/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার সার্কেল অফিসার এবং সকল থানার অফিসার ইন-চার্জগণকে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড় ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং (আগস্ট/২০২৫) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য অর্থ পুরস্কার হাতে তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুরসহ জেলার সার্কেল অফিসার এবং সকল থানার অফিসার ইন-চার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব সংবাদ : 
























