
অদ্য ১৫ নভেম্বর ২০২৫ খ্রি. বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী জনাব আফরোজা হেলেন নওগাঁ জেলার সার্কিট হাউসে পৌঁছালে অত্র জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নওগাঁ সভানেত্রী জনাব উম্মে সালমা ফুল দিয়ে বরণ করে নেন।
পরবর্তীতে নওগাঁ জেলা পুলিশ লাইন্সের নারী ব্যারাকে অত্র জেলার পুনাক অফিস শুভ উদ্বোধন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুনাকের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, রাজশাহী রেঞ্জ পোনাক সভানেত্রী জনাব রাহেনুর আক্তার, ডিআইজি রাজশাহী রেঞ্জ, জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম ( বার) পিএইচডি মহোদয়, নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এবং জেলা পুনাক সভানেত্রী জনাব উম্মে সালমা ও জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।
নবনির্মিত পুনাক অফিস নওগাঁ জেলার পুনাকের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে পুনাক সভানেত্রী নওগাঁ আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব সংবাদ : 



















