
আলী আহসান রবি : ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত হজে গমনেচ্ছুদের নিবন্ধন করার সুযোগ থাকবে।
আজ মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় কোটা থেকে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।
পত্রে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে হজে গমনেচ্ছু ব্যক্তিবর্গ, হজ এজেন্সি, ব্যাংক এবং সংশ্লিষ্ট সকলকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে হজযাত্রীদের যাত্রা নিশ্চিত করতে হবে।
এর আগে সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী ১২ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারিত ছিল। তবে গমনেচ্ছুদের সুবিধার্থে সময়সীমা আরও চার দিন বাড়ানো হলো।
নিজস্ব সংবাদ : 




















