
আনোয়ার হোছাইন : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। একদিকে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দেড় বছরের এক কন্যাশিশু, অন্যদিকে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক।
ঘটনা দুটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ও দুপুরে উপজেলার সদর ও সোনাইছড়ি ইউনিয়নে।
প্রথম ঘটনাটি ঘটে সদর ইউনিয়নের চাকঢালা ৫ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্গা ঝিরি গ্রামে। নিহত শিশুটির নাম আরিফা আক্তার (১.৫)। তার বাবা মুহাম্মদ জাকারিয়া জানান, সকাল ১১টার দিকে ঘরের সামনে রাখা পানিভর্তি বালতির পাশে খেলছিল আরিফা। এক পর্যায়ে সে অসাবধানতাবশত বালতির ভেতর পড়ে যায়। তার মা রান্নায় ব্যস্ত থাকায় বিষয়টি টের পাননি। কিছুক্ষণ পর খুঁজতে গিয়ে মেয়েকে বালতির মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সোনাইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুনারপাড়ায়। পারিবারিক কলহের জেরে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেন।
এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি পৃথক মৃত্যুর ঘটনা আমাদের জানা আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি এলাকায় শিশুদের পানিতে ডুবে মৃত্যু এবং পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
নিজস্ব সংবাদ : 




















