ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধানের শীষের জয় হোক’ ধ্বনিতে মুখরিত ধর্মপাশা— অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল। Logo ভাটারা থানার দক্ষতায় চাঞ্চল্যকর অপহরণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, লাশ ও আলামত উদ্ধার Logo নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মী গ্রেফতার Logo রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার Logo সাভারে ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে অভিযান: অবৈধ ইটভাটা বন্ধ ১২ লাখ টাকা জরিমানা। Logo চট্টগ্রামে ৩০ বছরের লালদিয়া কনটেইনার টার্মিনাল পিপিপি চুক্তি Logo চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন Logo শতবর্ষী প্যাডেল স্টিমার চালু: ‘ঐতিহ্য হারাতে দেওয়া যাবে না’ Logo সূত্রাপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: ডিবি গ্রেফতার ৫, উদ্ধার দুই পিস্তল Logo তাহিরপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, উপস্থিত বিএনপি প্রার্থী আনিসুল হক
একজন পানিতে ডুবে, অপরজন পারিবারিক কলহে বিষপানে আত্মহত্যা — দুই পরিবারের শোক ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

নাইক্ষ্যংছড়িতে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

আনোয়ার হোছাইন : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। একদিকে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দেড় বছরের এক কন্যাশিশু, অন্যদিকে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক।

ঘটনা দুটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ও দুপুরে উপজেলার সদর ও সোনাইছড়ি ইউনিয়নে।

প্রথম ঘটনাটি ঘটে সদর ইউনিয়নের চাকঢালা ৫ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্গা ঝিরি গ্রামে। নিহত শিশুটির নাম আরিফা আক্তার (১.৫)। তার বাবা মুহাম্মদ জাকারিয়া জানান, সকাল ১১টার দিকে ঘরের সামনে রাখা পানিভর্তি বালতির পাশে খেলছিল আরিফা। এক পর্যায়ে সে অসাবধানতাবশত বালতির ভেতর পড়ে যায়। তার মা রান্নায় ব্যস্ত থাকায় বিষয়টি টের পাননি। কিছুক্ষণ পর খুঁজতে গিয়ে মেয়েকে বালতির মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সোনাইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুনারপাড়ায়। পারিবারিক কলহের জেরে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেন।

এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি পৃথক মৃত্যুর ঘটনা আমাদের জানা আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি এলাকায় শিশুদের পানিতে ডুবে মৃত্যু এবং পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ধানের শীষের জয় হোক’ ধ্বনিতে মুখরিত ধর্মপাশা— অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল।

একজন পানিতে ডুবে, অপরজন পারিবারিক কলহে বিষপানে আত্মহত্যা — দুই পরিবারের শোক ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

নাইক্ষ্যংছড়িতে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

আনোয়ার হোছাইন : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। একদিকে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দেড় বছরের এক কন্যাশিশু, অন্যদিকে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছে এক যুবক।

ঘটনা দুটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ও দুপুরে উপজেলার সদর ও সোনাইছড়ি ইউনিয়নে।

প্রথম ঘটনাটি ঘটে সদর ইউনিয়নের চাকঢালা ৫ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্গা ঝিরি গ্রামে। নিহত শিশুটির নাম আরিফা আক্তার (১.৫)। তার বাবা মুহাম্মদ জাকারিয়া জানান, সকাল ১১টার দিকে ঘরের সামনে রাখা পানিভর্তি বালতির পাশে খেলছিল আরিফা। এক পর্যায়ে সে অসাবধানতাবশত বালতির ভেতর পড়ে যায়। তার মা রান্নায় ব্যস্ত থাকায় বিষয়টি টের পাননি। কিছুক্ষণ পর খুঁজতে গিয়ে মেয়েকে বালতির মধ্যে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সোনাইছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুনারপাড়ায়। পারিবারিক কলহের জেরে আরিফুল ইসলাম (২০) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেন।

এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুটি পৃথক মৃত্যুর ঘটনা আমাদের জানা আছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি এলাকায় শিশুদের পানিতে ডুবে মৃত্যু এবং পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।