ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কলকাতায় মোটর পার্টস গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড Logo ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল সাতক্ষীরা-৩, টানা দ্বিতীয় দিনের বিক্ষোভ Logo বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা: প্রয়োজনে পরিবর্তন হতে পারে — মহাসচিব ফখরুল Logo বাংলাদেশ ও জাপান: দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা Logo লালমনিরহাটে ভারতের দখল গুজব: বিজিবি পরিষ্কার, বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন Logo ২০২৬ সালে শুরু হচ্ছে মেঘনা–ধনাগোদা নদীর সেতু নির্মাণকাজ: প্রকল্প এলাকা পরিদর্শনে সেতু সচিব Logo ছাতক-দোয়ারায় ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হতে হবে: সাবেক এমপি মিলন Logo মেহেরপুর-২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে গাংনী উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা Logo চলমান রাজনৈতিক সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মোস্তফা জামান Logo জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
দক্ষ জনশক্তি প্রেরণ এবং প্রশিক্ষণে বাংলাদেশের সঙ্গে জাপানের নতুন উদ্যোগ।

বাংলাদেশ ও জাপান: দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আজ জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে সাক্ষাৎ করেন।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীও এ সময় উপস্থিত ছিলেন।
ড. ভূঁইয়া আলোচনায় বাংলাদেশ ও জাপানের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন, যা গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশ গত পাঁচ দশকের বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ জনশক্তি প্রেরণকারী দেশ হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছে এবং বর্তমানে বাংলাদেশের দক্ষ জনশক্তি জাপানের নির্মাণ, সেবা, উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের মে ২০২৫ সালে জাপান সফরকালে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের কথা উল্লেখ করেন, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে ১ লক্ষ বাংলাদেশি কর্মী জাপানে প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি “জাপান সেল” গঠনের বিষয়টি আলোচনায় তুলে ধরেন। ড. ভূঁইয়া বাংলাদেশের মধ্যে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার (SSW) ফিল্ড টেস্ট চালু করার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিমান পরিসেবা, এবং জাহাজ নির্মাণ শিল্পসহ অন্যান্য ক্ষেত্রেও পরীক্ষার সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান। তিনি স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পখাতেও অধিকতর সহযোগিতার প্রস্তাব দেন এবং জাপানকে চিকিৎসা প্রযুক্তিতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে উচ্চমানের ওষুধ আমদানির আহ্বান জানান। সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির ফলে দক্ষ বিদেশি শ্রমশক্তির প্রয়োজন ক্রমেই বারছে। তিনি এ বিষয়ে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয় জোরদারের আহ্বান জানান।
বিকেলে, সিনিয়র সচিব আইএম জাপান আয়োজিত মানবসম্পদ সংক্রান্ত সেমিনারে অংশগ্রহণ করেন। প্রায় ২০০টি জাপানি কোম্পানি এই সেমিনারে অংশ গ্রহণ করে।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় মোটর পার্টস গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দক্ষ জনশক্তি প্রেরণ এবং প্রশিক্ষণে বাংলাদেশের সঙ্গে জাপানের নতুন উদ্যোগ।

বাংলাদেশ ও জাপান: দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

আপডেট সময় ০১:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

আলী আহসান রবি : বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আজ জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে সাক্ষাৎ করেন।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীও এ সময় উপস্থিত ছিলেন।
ড. ভূঁইয়া আলোচনায় বাংলাদেশ ও জাপানের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন, যা গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশ গত পাঁচ দশকের বেশি সময় ধরে একটি গুরুত্বপূর্ণ জনশক্তি প্রেরণকারী দেশ হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছে এবং বর্তমানে বাংলাদেশের দক্ষ জনশক্তি জাপানের নির্মাণ, সেবা, উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের মে ২০২৫ সালে জাপান সফরকালে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের কথা উল্লেখ করেন, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে ১ লক্ষ বাংলাদেশি কর্মী জাপানে প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি “জাপান সেল” গঠনের বিষয়টি আলোচনায় তুলে ধরেন। ড. ভূঁইয়া বাংলাদেশের মধ্যে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার (SSW) ফিল্ড টেস্ট চালু করার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ, বিমান পরিসেবা, এবং জাহাজ নির্মাণ শিল্পসহ অন্যান্য ক্ষেত্রেও পরীক্ষার সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান। তিনি স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পখাতেও অধিকতর সহযোগিতার প্রস্তাব দেন এবং জাপানকে চিকিৎসা প্রযুক্তিতে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে উচ্চমানের ওষুধ আমদানির আহ্বান জানান। সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির ফলে দক্ষ বিদেশি শ্রমশক্তির প্রয়োজন ক্রমেই বারছে। তিনি এ বিষয়ে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয় জোরদারের আহ্বান জানান।
বিকেলে, সিনিয়র সচিব আইএম জাপান আয়োজিত মানবসম্পদ সংক্রান্ত সেমিনারে অংশগ্রহণ করেন। প্রায় ২০০টি জাপানি কোম্পানি এই সেমিনারে অংশ গ্রহণ করে।