
নিজস্ব প্রতিনিধি : জামায়াত-ই-ইসলামীর আমির বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও সামাজিক জীবনে তারুণ্যকে নেতৃত্বে আনতে হবে, যাতে দেশ পরিচালনা হয় ন্যায়, ইনসাফ ও উন্নয়নের ভিত্তিতে।
তিনি বলেন,
“আমরা চাই দেশের নতুন প্রজন্ম দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করবে। তাই দলের তরুণ নেতৃত্বকে আরও সক্রিয় করে সমাজ ও রাজনীতিতে তাদের ভূমিকা বাড়ানো হবে।”
জামায়াতের আমির আরও জানান, দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে যুবশক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সমর্থন দেওয়া হবে। পাশাপাশি, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ন্যায়ের জন্য একতাবদ্ধভাবে কাজ করতে হবে।
নিজস্ব সংবাদ : 



















