
খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ৯ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে থানার একটি দল দেয়ানা এলাকায় অভিযান পরিচালনা করে হিরো শেখ (৩৮) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। তিনি পাবলা তিন দোকানের মোড় এলাকার বাসিন্দা এবং কেসমত শেখের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় হিরো শেখের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 




















