
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজন করেছে একদিনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজিবির উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে পুরুষ ৯৭ জন, নারী ১৩৩ জন এবং শিশু ৮০ জনসহ সর্বমোট ৩৪০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পটি পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর মেডিকেল অফিসার বিএসএস-১০২৬৬৮ ক্যাপ্টেন মুক্তাদিরুল ইসলাম, এএমসি। তিনি জানান, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের চিকিৎসা সেবায় বিজিবি সবসময় পাশে আছে। আজকের ক্যাম্পে সাধারণ রোগ থেকে শুরু করে নারী ও শিশুর স্বাস্থ্যের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে। আমাদের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
এ সময় চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা মংছিং মারমা (৫২) বলেন, আমাদের এলাকায় ডাক্তার পাওয়া খুব কষ্ট। বিজিবি’র ডাক্তার এসে বিনামূল্যে ওষুধ দিছে—এটা খুব ভালো উদ্যোগ।
অন্য এক নারী রোগী ফরিদা বেগম (৩৫) বলেন, আমি কয়েকদিন ধরে জ্বর আর মাথাব্যথায় ভুগছিলাম। আজ ওষুধ পেয়ে ভালো লাগছে। বিজিবির প্রতি কৃতজ্ঞ।
শিশু রোগীর মা মাইথুই মারমা (২৮) জানান, আমার বাচ্চার কাশি-জ্বর ছিল, এখানে এসে চিকিৎসা পাইছি। ওষুধও ফ্রি দিছে। এ ধরনের ক্যাম্প নিয়মিত হোক।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, বিজিবির এমন মানবিক উদ্যোগ সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
নিজস্ব সংবাদ : 
























