ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে ধর্ম উপদেষ্টার শোক Logo শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান: জরিমানা আদায় ও হর্ন জব্দ Logo ডাবলিন এবং বুয়েনস আইরেসে দূতাবাস খুলবে বাংলাদেশ Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশের Logo কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। Logo কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল চেয়ে এগারো তম দিনের অবস্থান কর্মসূচি করেছে ডা: মোঃ শহিদুল আলমের সমর্থকরা Logo নাইক্ষ্যংছড়িতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা: ৩৪০ জন পেলেন ওষুধ ও পরামর্শ Logo একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন: জনগণের অভিপ্রায় উপেক্ষিত Logo রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মী গ্রেফতার Logo বিমান চলাচল ও ট্রাভেল এজেন্সি সংশোধন: ২০২৫-এর অধ্যাদেশ অনুমোদন

কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে
শাকিব আহমেদ : বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ূন আহমেদের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে এক বর্ণাঢ্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হুমায়ূন আহমেদকে স্মরণ করে বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে ১৩ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘মিসির আলি, হিমু মামা’– এই প্রতীকী চরিত্রগুলোকে ঘিরে আলোচনায় বক্তারা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জীবনবোধ, মানবপ্রেম ও সৃষ্টিশীল চিন্তাধারার নানা দিক তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা ইউনুস জামান রনি, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিবর্গ।
পরে শিক্ষার্থীরা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ও উপন্যাস অবলম্বনে নাট্য পরিবেশনা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এছাড়া লেখককে নিয়ে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “হুমায়ূন আহমেদ আমাদের কল্পনাশক্তিকে নতুনভাবে চিনতে শিখিয়েছেন। তরুণ প্রজন্ম তাঁর সাহিত্য ও চিন্তাধারার ভেতর দিয়ে মানবিকতা ও সৃজনশীলতা অর্জন করুক—এটাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে ‘হুমায়ূন মঞ্চ’ নির্মাণের দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার তাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের সাহিত্য ও সৃষ্টিকর্ম আরও গভীরভাবে পৌঁছে যাবে এবং তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের চিন্তায় অনুপ্রেরণা যোগাবে।
জনপ্রিয় সংবাদ

বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরোর প্রয়াণে ধর্ম উপদেষ্টার শোক

কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপডেট সময় ০৩:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
শাকিব আহমেদ : বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা ড. হুমায়ূন আহমেদের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে এক বর্ণাঢ্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হুমায়ূন আহমেদকে স্মরণ করে বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে ১৩ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘মিসির আলি, হিমু মামা’– এই প্রতীকী চরিত্রগুলোকে ঘিরে আলোচনায় বক্তারা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জীবনবোধ, মানবপ্রেম ও সৃষ্টিশীল চিন্তাধারার নানা দিক তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা ইউনুস জামান রনি, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিবর্গ।
পরে শিক্ষার্থীরা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ও উপন্যাস অবলম্বনে নাট্য পরিবেশনা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এছাড়া লেখককে নিয়ে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “হুমায়ূন আহমেদ আমাদের কল্পনাশক্তিকে নতুনভাবে চিনতে শিখিয়েছেন। তরুণ প্রজন্ম তাঁর সাহিত্য ও চিন্তাধারার ভেতর দিয়ে মানবিকতা ও সৃজনশীলতা অর্জন করুক—এটাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে ‘হুমায়ূন মঞ্চ’ নির্মাণের দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার তাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের সাহিত্য ও সৃষ্টিকর্ম আরও গভীরভাবে পৌঁছে যাবে এবং তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের চিন্তায় অনুপ্রেরণা যোগাবে।