
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গরিবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবিতে ও বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক নাফির এমপি কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল চেয়ে এগারো তম দিনের অবস্থান কর্মসূচি করেছে ডা: মোঃ শহিদুল আলমের সমর্থকরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল থেকে সাতক্ষীরার কালিগঞ্জের সড়কে ও বিএনপির অফিসে এই কর্মসূচি পালন করে ডাঃ শহিদুল আলমের সমর্থকরা। এতে স্থানীয় হাজারো সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ সময় তারা স্লোগান দেন—“গরিবের ডাক্তার শহিদুল আলমের বিকল্প নেই”, “মনোনয়ন বাতিল করো, শহিদুল আলমকে দাও”, “কাজীকে হটাও, ধানের শীষ বাঁচাও”,।
তারা বলেন, সাতক্ষীরার মানুষের কাছে ডা. শহিদুল আলম ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। প্রতি সপ্তাহে তিনি ঢাকা থেকে নিজ এলাকা নলতায় ফিরে এসে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন। এই মানবিকতা ও জনপ্রিয়তাই তাঁকে সাধারণ মানুষের আস্থার প্রতীক করেছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন – সাতক্ষীরা জেলা বিএনপি’র সংগ্রামী সদস্য শেখ নুরুজ্জামান,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য রাজু আহমেদ জাকির, আবু হাসান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খাইরুল আলম, কালিগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, কালিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আল মামুন, কালিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল এবং সদস্য সচিব আ:আজিজ, কালিগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. সেলিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ন আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাতক্ষীরা জেলা তরুণদলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান, নলতা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি মোঃ কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু, বিএনপি নেতা মোঃ শহীদ মোড়ল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সভাপতি আলিম আল রাজি তাপস, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, চম্পাফুল ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সাধারণ সম্পাদক খান সাইলুজ্জামান সাইলু, মৌতলা ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল কবির, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র ফজলুর রহমান,ভাড়াসিমলা ইউনিয়ন বিএনপির সিনিঃ সহ-সভাপতি জাকির হোসেন পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাজি তহিনুর রহমান, যুগ্ন আহবায়ক কাজী হাবিবুর রহমান, নলতা ইউনিয়ন যুবদলের আঃ কাদের মেম্বার, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম পারভেজ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলী,ভাড়াশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আলিম বাবু, সাতক্ষীরা জেলা তরুণ দলের (সহ-সভাপতি ১৯) আশরাফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক সেখ আতাউর রহমান আতা, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা আবু হায়দার রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়েল মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃ হুজাইফা মোড়ল, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি মোঃ ফিরোজ হোসেন সহ উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদ : 






















