
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন নিশ্চিত করা এবং কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে টানা ১৩তম দিনের মতো আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে আশাশুনি ব্রিজসংলগ্ন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ ও খালিদুর রহমান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আশাশুনি, কালিগঞ্জসহ বিভিন্ন এলাকার হাজারো নেতা–কর্মী উপস্থিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী—
নুরুল ইসলাম বাবলু (আশাশুনি), জুলফিকার আলী জুলি (খাজরা), হাফিজুল ইসলাম (আশাশুনি), বাচ্চু (দরগাহপুর), মুকুল (শোভনালী), খোরশেদ আলম (বুধহাটা), ফিরোজ আহমেদ জর্জ (কুল্যা), চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (বিষ্ণপুর), রফিকুজ্জামান বকুল (বুধহাটা), রাসেল (খাজরা), মেম্বার সাইদুল, আব্দুল ওহাব (কুল্যা), মেম্বার রফিকুল ইসলাম (বড়দল), আজগর আলী (বড়দল)সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমই জনগণের প্রত্যাশিত প্রার্থী। তাঁর মনোনয়ন নিশ্চিত করতে হবে এবং বিতর্কিত প্রার্থী কাজী আলাউদ্দীনের মনোনয়ন প্রত্যাহার করতে হবে।
সমাবেশ চলাকালে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বিশাল মিছিল সমাবেশস্থলে এসে মিলিত হয়। “কাজী হঠাও, ধানের শীষ বাঁচাও” এবং “আশাশুনির মাটি—শহিদুল আলমের ঘাঁটি”সহ বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয়ে আশাশুনির জনপদ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল আশাশুনির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
নিজস্ব সংবাদ : 























